দোহা: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে পরাজিত হয়েই ব্রাজিলের (Brazil Football Team) এবারের বিশ্বকাপের (FIFA WC 2022) সফর শেষ হয়েছে। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন দলের তারকা ফুটবলার নেমার (Neymar Jr)। এরই মাঝে নেমারের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কানাঘুষোও শোনা যাচ্ছে। ম্যাচের পরে নেমার নিজেই সেইসব জল্পনার জবাব দিলেন।


বছর খানেক আগে নেমার আভাস দিয়েছিলেন যে সম্ভবত কাতার বিশ্বকাপের পরেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। ব্রাজিল সমর্থকরা তাঁকে যোগ্য সম্মান দেন না বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তিনি সেলেসাওয়ের জার্সিতে নিজের কেরিয়ারের ৭৭তম গোলটি করে ব্রাজিলের হয়ে পেলের সর্বকালীন গোলের রেকর্ড স্পর্শ করেছেন। তবে তা সত্ত্বেও জেতেনি দল। এরপরেই তাঁর অবসর নেওয়ার বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। তবে নেমারর এখনও এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেননি বলে সাফ জানিয়ে দেন।


নেমারের মতামত


ম্যাচের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী বলেন, 'পুরো বিষয়টা (ব্রাজিলের ছিটকে যাওয়া) আমার কাছে দুঃস্বপ্নের মতো। সত্যি বলতে আমি জানি না এরপরে কী হতে চলেছে বা কী হবে। এখন এই বিষয়ে কথা বলাটা খুবই কঠিন। এখন হঠাৎ করে এখানেই সব শেষ বলে দেওয়াটা উচিত হবে না। আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারব না। এই নিয়ে ভাবনাচিন্তা করার জন্য আমার খানিকটা সময় দরকার। আমি কোনও সম্ভাবনাকেই সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি না, কোনও দরজাই বন্ধ করছি না। আবার আমি যে ফিরে আসবই তাও নিশ্চিতভাবে এখন বলতে পারব না।'


সরে দাঁড়ালেন তিতে


বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হার। ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে শেষ আট থেকেই। যার জেরে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিতে। ব্রাজিলের কোচ পদত্যাগ করলেন। শুক্রবারের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ছিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুরন্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। কিন্তু শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দুরন্ত গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রুনো পেতকোভিচ। ১২০ মিনিট শেষ হয় ১-১ গোলে। তারপর টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে পরাজিত করেন লুকা মদ্রিচরা। রাশিয়া বিশ্বকাপের রানার্সরা কাতারে পৌঁছে গেল শেষ চারে। আর পরাজয়ের পরই দায়িত্বহ ছাড়লেন তিতে।


আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়া নেমারকে সান্ত্বনা খুদে ক্রোয়েশিয়া সমর্থকের, ভাইরাল হল ভিডিও