দোহা: কাতারে রমরমিয়ে চলছে বিশ্বকাপের (FIFA WC 2022) মহারণ। মদন মিত্রর মতো রাজনীতিকরাও বিশ্বকাপের খেলা দেখতে কাতারে উপস্থিত হয়েছেন। এবারে মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখলেন বলিউড তারকা আমির খানও। সদ্যই কাতারে মাঠে বসে আমির খানের (Aamir Khan) ফুটবল উপভোগ করার ছবি ভাইরাল হয়েছে।


কাতারে আমির


আমির খানকে সদ্যই মুম্বই বিমানবন্দরে প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের পুত্র আজাদ রাওয়ের সঙ্গে দেখা গিয়েছিল। তবে তাঁদের গন্তব্য সম্পর্কে কারুরই বিশেষ কোনও ধারণা ছিল না। ভাইরাল ছবিতে তাঁদের তিনজনকেই একসঙ্গে ম্যাচ উপভোগ করতে দেখা গেল। আমিরকে এক ভিডিওয় মাঠের বাইরে কিরণ এবং আজাদের ছবি তুলে দিতেও দেখা যায়। পরে তিনি নিজের ফোন অন্যের হাতে তুলে দিয়ে কিরণ ও আজাদের সঙ্গে ছবি তোলেন।


 






ভাইরাল হওয়া ছবিতে আবার আমিরপুত্র আজাদকে আর্জেন্তিনার পতাকা গলায় দেখা গিয়েছে। তাঁদের ছবি তোলা যুবকের গলায় আবার মেক্সিকোর পতাকা ছিল। গত রবিবারই (২৭ নভেম্বর) মেক্সিকো ও আর্জেন্তিনা লুসেইল স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ছবি দেখে আন্দাজ করাই যে সম্ভবত লিওনেল মেসিদের (Lionel Messi) ম্যাচ দেখতেই আমিররা কাতারে গিয়েছিলেন। ইতিমধ্যেই আমিররা সেই ম্যাচ দেখে দেশেও ফিরে এসেছেন।


 






প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারলেও, আর্জেন্তিনা পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ স্কোরলাইনে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছতে মেসিদের অস্ট্রেলিয়াকে হারাতে হবে। পরের রবিবার (৪ ডিসেম্বর) অজিদের বিরুদ্ধে মাঠে নামবেন মেসিরা। হেরেও এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে পোল্যান্ডই পরের পর্বে কোয়ালিফাই করেছে। 


আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে লামের সমালোচনার জবাব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ফ্লিক