দোহা: জমে গিয়েছে বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তে গ্রুপের লড়াইগুলো, যেখানে নিজেরা জিতলেও অন্য দলের পারফরম্যান্সের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে প্রত্যেক দলকে। আজ যেমন গ্রুপ ডি-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া (Denmark vs Australia)। একই সময় ফ্রান্স নামবে তিউনিশিয়ার (France vs Tunishia) বিরুদ্ধে। ফ্রান্স যদি তাদের প্রতিপক্ষকে হারিয়ে দেয়, তবে ডেনমার্কের (Denmark) বিরুদ্ধে ড্র করলেই নক আউটে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া। 


অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। পয়েন্ট টেবিলে গ্রুপ ডি তে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। অন্যদিকে ডেনমার্ক রয়েছে তিন নম্বর পজিশনে। এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেললেও একটি ম্যাচও জিততে পারেনি। অস্ট্রেলিয়া ও ডেনমার্ক এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবশেষ ২০১৮ বিশ্বকাপে লড়াই করেছিল দুই দল, ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছিল। বাকি তিন ম্যাচের দুটিতে ড্যানিশরা ও একটিতে জয় পায় অস্ট্রেলিয়া। 


২০০৬ সালে শেষবার গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে আর একবারও নক আউটে জায়গা পায়নি তারা। এবার ফের সেই সুযোগ অজিদের সামনে। অন্যদিকে এখনও পর্যন্ত চারবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে ডেনমার্ক। তা হল ১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১৮ বিশ্বকাপে। 


ম্যাচ পরিচালনায় তিন রেফারি


বিশ্বকাপে ইতিহাসের সাক্ষী হতে চলেছে সারা পৃথিবী। ৩ জন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন বৃহস্পতিবার। জার্মানি আর কোস্তারিকার মরণ বাঁচন ম্যাচে। এমনি ছবি দেখতে পাবে সারা বিশ্ব। মহিলা রেফারিদের উপস্থিতিতে অন্য মাত্রা পাবে বিশ্বকাপ। 


যারা থাকবেন তাঁরা হলেন ফ্রান্সের স্টেপেনি ফ্রাপারট, ব্রাজিলের নেওজা ব্যাক, মেক্সিকোর কারিনা ডিয়াজ। স্টেপেনি থাকবেন রেফারি আর বাকিরা সহকারী রেফারি। ২০০৯ সাল থেকে ফিফার রেফারি স্টেফেনি। লিগ ওয়ান, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করেছেন। এই বিশ্বকাপে ফ্রান্সের বাসিন্দা স্টেফেনির বাজানো বাঁশিতে শুরু হবে জার্মানি-কোস্তারিকা ম্যাচ। ২০১৫ ফিফা মহিলাদের বিশ্বকাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০২০, ২০২১, ২০১৯ তিনি সেরা মহিলা রেফারি নির্বাচিত হন। 


মহিলাদের অধিকার খর্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইরানের ফুটবলাররা। জাতীয় সঙ্গীত না গেয়ে তাঁরা তাঁদের প্রতিবাদ জানিয়েছিলেন। বিশ্বজুড়ে ইরানের ফুটবলাদের এই উদ্যোগকে  স্বাগত জানানো হয়েছিল বিভিন্ন মাধ্যমে। এবার সেই বিশ্বকাপেই যুগান্তকারী সিদ্ধান্ত ফিফার।