দোহা: বিশ্বকাপের (Fifa World Cup) শেষ ষোলোর ম্যাচে অবশ্য শক্তিশালী ক্রোয়েশিয়াকে বেগ দিল জাপান। শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু ইভান পেরিসিচ গোল করে ম্যাচে সমতায় ফেরান ক্রোটদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা হয়নি। অবশেষে টাইব্রেকারে জাপানকে ৩-১ (১-১) গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেলেন লুকা মদ্রিচরা।


এক ঝলকে দেখে নেওয়া যাক ম্যাচের কিছু আকর্ষণীয় পরিসংখ্যান



  • এই নিয়ে তিনবার বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে তিনবারই ম্যাচ জিতে শেষ আটে গেল ক্রোয়েশিয়া। তার মধ্যে দু'বার টাইব্রেকারে জিতেছেন ক্রোটরা।

  • বিশ্বকাপে টাইব্রেকারে তিনবারই জিতেছে ক্রোয়েশিয়া। 

  • এই নিয়ে মোট চারবার বিশ্বকাপের শেষ ষোলো পর্বে উঠে চারবারই বিদায় নিল জাপান।

  • বিশ্বকাপের নক আউট পর্বে দুবার পেনাল্টি শ্যুট আউটের চ্যালেঞ্জ সামলাতে হয়েছে জাপানকে। দুবারই হেরেছে সামুরাইরা। ২০১০ সালে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরেছিল জাপান।

  • বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় গোলকিপার হিসাবে টাইব্রেকারে তিনটি গোল বাঁচালেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচ। এর আগে ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের রিকার্ডো টাইব্রেকারে তিনটি গোল বাঁচিয়েছিলেন। ২০১৮ সালে ডেনমার্কের বিরুদ্ধে ক্রোয়েশিয়ারই দানিয়েল সুবাসিচ তিনটি সেভ করেছিলেন।

  • এই নিয়ে বিশ্বকাপের শেষ ৬টি ম্যাচ, যেখানে শুরুতে গোল হজম করেছে ক্রোয়েশিয়া, তার মধ্যে পাঁচটিতে পরাজয় এড়িয়েছে ক্রোয়েশিয়া।। তার মধ্যে ৩টি ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে।

  • ক্রোয়েশিয়ার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ৩৩ গোল হয়ে গেল ইভান পেরিসিচের। মারিও মানজুকিচের সঙ্গে একাসনে বসলেন তিনি। একমাত্র দাভর সুকেরের (৪৫টি) তাঁর চেয়ে বেশি গোল রয়েছে।

  • ক্রোয়েশিয়ার ফুটবলারদের মধ্যে বিশ্বকাপ ও ইউরো কাপ মিলিয়ে সবচেয়ে বেশি গোল (১০) করার নজির পেরিসিচের।

  • ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসাবে ৫টি আলাদা টুর্নামেন্টে গোল করার নজির গড়লেন পেরিসিচ।


 




আরও পড়ুন: কুম্বলেকে পেরলেন, ক্রিকেটে নতুন উচ্চতা স্পর্শ অ্যান্ডারসনের