মাঠে নিয়ে যাওয়া যাবে না মুরগি, নাইজেরিয়ার সমর্থকদের আর্জি খারিজ করে রাশিয়া
Web Desk, ABP Ananda | 16 Jun 2018 04:27 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মস্কো: আজ মধ্যরাতে গ্রুপ ডি-র ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামছে নাইজেরিয়া। এবারের বিশ্বকাপে আফ্রিকার অন্যতম শক্তিশালী এই দেশটির প্রথম খেলা। কিন্তু তার আগেই ‘সুপার ঈগলস’ সমর্থকদের জন্য খারাপ খবর। মাঠে তাঁরা মুরগি নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে রাশিয়ার কালিনিনগ্রাদ প্রদেশের সরকার। ফলে নাইজেরিয়ার ম্যাচ চলাকালীন গ্যালারিতে সমর্থকদের যেভাবে উল্লাস করতে দেখা যায়, আজ রাতে সেই দৃশ্য দেখা যাবে না। নাইজেরিয়ার অনেক সমর্থকই মাঠে জীবন্ত মুরগি নিয়ে যান। সেই মুরগির গায়ে জাতীয় পতাকার আদলে সাজা ও সবুজ রং করা থাকে। সেই মুরগি নিয়েই উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। কিন্তু কালিনিনগ্রাদের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী আন্দ্রেই ইয়েরমাক বলেছেন, ‘নাইজেরিয়ার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও, তাদের কয়েকজন সমর্থক জানতে চেয়েছিলেন, মাঠে জীবন্ত মুরগি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না। তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামে কোনও জীবন্ত প্রাণী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।’ এ বিষয়ে নাইজেরিয়ার ফুটবল ফেডারেশন ও মস্কোয় নাইজেরিয়ার দূতাবাস কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।