মস্কো: চলতি বিশ্বকাপে দুর্দান্ত কামব্যাক করেছেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি। গতকাল নাইজেরিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ গোল করেছেন তিনি। আইসল্যান্ডের বিরুদ্দে পেনাল্টি মিস এবং ক্রোয়েসিয়ার বিরুদ্ধে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল মেসিকে। নাইজেরিয়ার বিরুদ্ধে জিততে না পারলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হত। কিন্তু আসল সময়ে জ্বলে ওঠেন আর্জেন্তিনার অধিনায়ক। ২-১ গোলে জিতে নক-আউটে জায়গা পাকা করেছে আর্জেন্তিনা। জয়সূচক গোল করেছেন মার্কোস রোখো। দলকে জেতানোর পর তিনি মেসিকে বিশ্বের সেরা অধিনায়ক আখ্যা দিয়েছেন।
গতকাল রাতে এই ম্যাচের বিরতির সময় টানেলে সতীর্থদের উদ্দেশে বক্তব্য পেশ করেন মেসি। ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। এ বিষয়ে রোখো বলেছেন, ‘আমরা স্নায়ুর চাপে ভুগছিলাম। সেই সময় মেসি এসে সবাইকে বলে, শান্ত হও। চাপ নিও না। ওর এই বার্তা আমাদের সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠি।’