বুয়েনস আইরেস: ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তাঁরা। ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ (Qatar 2022) জিতেছে আর্জেন্তিনা (Argentina)। স্বপ্নপূরণের পর থেকে আর্জেন্তিনার ফুটবলারদের ঘিরে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। এমনকী, ভিন দেশেও চলছে উৎসব।


দেশে ফেরার পর রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন লিওনেল মেসিরা। তাঁদের হুডখোলা বাসে করে রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় ঘোরানো হয়েছে। আর সেখানেই বিপত্তি!


কীরকম?


ঠা ঠা রোদে রোড শো করতে গিয়ে কার্যত পুড়েছেন ফুটবলাররা। এতটাই যে, দলের অন্যতম ফুটবলার পাপু গোমেজের চামড়ায় ট্যান পড়ে গিয়েছে। যে ছবিটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাপু গোমেজের গোটা শরীরে ট্যান। শুধু পদক ঝোলানো ছিল যে জায়গায়, গলা ও বুকের সেই অংশে রোদের প্রভাব পড়েনি। পাপু মজা করে লিখেছেন, 'আমি অ্যালোভেরা জেল খুঁজছি'।


দেশে ফেরার পর থেকে উৎসবের আতিশয্য ঘিরে রয়েছে তাঁদের। গোটা দেশ ভেসে যাচ্ছে আবেগে। ৩৬ বছরের খরা কাটিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina Football Team)। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা।


আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) কৃতজ্ঞতা জানালেন সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় স্কালোনি লিখেছেন, 'আপনারাই আমাদের দলের দ্বাদশ ফুটবলার।' যোগ করলেন, 'সমস্ত আর্জেন্তিনীয়দের স্বপ্ন আজ সার্থক হয়েছে। ওঁদের খুশি হতে দেখে আমি রোমাঞ্চিত।' সমর্থকেরা অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন স্কালোনিকে। যিনি সবচেয়ে কম বয়সী কোচ হিসাবে বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস রচনা করেছেন।                                                                      


বিতর্কে মার্তিনেজ


কাতার বিশ্বকাপে (Qatar 2022) দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা কিপারের স্বীকৃতি পেয়েছেন। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন গ্লাভস। তাঁর পারফরম্যান্স নিয়ে সকলে উচ্ছ্বসিত। তবে গোল্ডেন গ্লাভস হাতে পেয়েই তাঁর সেলিব্রেশন অশ্লীল ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলে সমালোচনার ঝড় উঠেছিল। ফের বিতর্কে জড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিজয়োল্লাসে তিনি হাজির হলেন কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে। যা নিয়ে নতুন করে সমালোচনা চলছে।       


আরও পড়ুন: কলকাতার মাঠ হোক বা খাবার, অভিযোগ করেননি মেসি, আর্জেন্তিনার বাংলা সফরের স্মৃতি