দোহা: নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ফের উদ্বেগ আর্জেন্তিনা শিবিরে (Argentina vs Netherlands)। অ্যাঙ্খেল দি মারিয়ার পর এবার দলের মাঝমাঠের অন্যতম প্রধান অস্ত্র রদ্রিগো দি পলের চোট নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। দি পল ডাচদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশ্বস্ত করছেন দি পল নিজে। তিনি লিখেছেন, 'অল ইজ ওয়েল'। সব কিছু ঠিক রয়েছে। তব লা আলবিসেলেস্তে সমর্থকেরা পুরোপুরি নিশ্চিত হতে পারছেন কি?
উরুর পেশিতে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি দি মারিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় সময় মাঝরাতের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও প্র্যাক্টিসে নেমে পড়েছেন দি মারিয়া। তাঁর খেলার ব্যাপারে আশাবাদী আর্জেন্তিনবা শিবির। এরই মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দি পলকে নিয়ে।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে মাঝমাঠের তারকার। যে কারণে মূল দলের সঙ্গে প্র্যাক্টিস করতে দেখা যায়নি তাঁকে। যদিও আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনে দাবি করা হয়েছে, সাবধানতা অবলম্বন করতেই প্র্যাক্টিস করানো হয়নি দি পলকে। যাতে চোট নতুন করে না বাড়ে। তাঁর খেলা নিয়ে এখনও সংশয় নেই। যদি না পরিস্থিতির নতুন করে অবনতি হয়।
আর তাঁকে নিয়ে চলা জল্পনার মধ্যেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন দি পল। লিখেছেন, 'সব কিছু ঠিক আছে। নতুন একটি ফাইনালের জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। দল হিসাবে আমরা এককাট্টা।' সেই পোস্টে ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করেছেন দি মারিয়া, নিকোলাস ওতামেন্দি ও লিয়ান্দ্রো পারেদেজ।
সূত্রের খবর, দি পল একশো শতাংশ ফিট কি না, দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে মাথায় রাখা হচ্ছে যে, ৯০ মিনিটে ম্যাচের ফয়সালা না হলে ১২০ মিনিট পর্যন্ত খেলতে হতে পারে। তাই আর্জেন্তিনার মেডিক্যাল টিম চাইছে কোনও ঝুঁকি না নিতে।
পাশাপাশি চোট রয়েছে আলেহান্দ্রো পাপু গোমেজেরও। তাঁর গোড়ালি মচকে গিয়েছিল। তবে জিমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন।
আর্জেন্তিনার সমর্থকদের জন্য সুখবর বলতে, চোট সারিয়ে ফিট দি মারিয়া। তিনি মেসির সঙ্গে পুরোদমে প্র্যাক্টিস করেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন দি মারিয়া। আর তিনি খেললে আর্জেন্তিনার আক্রমণের ঝাঁঝ বাড়বে, নিশ্চিত ফুটবল বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: মেসির 'দুর্বলতা'কে কাজে লাগিয়েই কোয়ার্টার ফাইনালে জয়ের ছক কষছেন ডাচ কোচ ফান হাল