সন্দীপ সরকার, কলকাতা: নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলতে খেলতে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়া। সবার চোখের সামনে। কিন্তু এত মসৃণভাবে যে, কেউ যেন উপলব্ধিই করতে পারবেন না। বিপক্ষ দলের ফুটবলাররা যখন বুঝবেন যে, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, ততক্ষণে গোলার মতো একটা শট সব কিছু ছিন্নভিন্ন করে দিয়েছে।


দিদিয়ে দেশঁর (Didier Deschamps) প্রশিক্ষণাধীন ফ্রান্সের খেলায় যেন পুরনো ব্রাজিলের ছাপ। সেই একই ঘরানায় দৃষ্টিনন্দন ফুটবল খেলছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappé), অলিভিয়ের জিহুরা। মাঠে বসে যে খেলা দেখলেন উজ্জ্বল মিত্র। কলকাতায় বস্ত্র ব্যবসায়ী কাতারে গিয়েছিলেন ফুটবল বিশ্বকাপ দেখতে। ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ দেখেছেন। তবে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন প্রি কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের ম্যাচ দেখে।


কলকাতায় ফিরেও যেন সেই ঘোর থেকে বেরতে পারেননি উজ্জ্বল। এবিপি লাইভকে বলছিলেন, 'একটা সময় ব্রাজিলের খেলায় একতা তরঙ্গ থাকত। মনে হতো একটা ঢেউ যেন আছড়ে পড়ছে মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ফ্রান্সের খেলা দেখলে এখন ঠিক সেইরকম একটা অনুভূতি হয়। ছোট ছোট পাস খেলছে। ওয়ান টাচ ফুটবল। যে ফুটবল খেলতেন জিকো-সক্রেটিসরা। টিভির পর্দায় দেখে সেটা বোঝা যাবে না। মাঠে বসে দেখলাম, যেন চোখে চোখে কথা হচ্ছে ফরাসি ফুটবলারদের। বিশেষ করে মাঝমাঠের দুই ফুটবলার চমকে দিচ্ছে। কখনও তাঁদের দেখছি আক্রমণভাগে। কখনও রক্ষণে। প্রতিপক্ষরা হদিশই পাচ্ছে না।'


উজ্জ্বল বলছেন, 'পুরোটা অঙ্ক মেনে খেলছে ফ্রান্স। নিখুঁত পরিকল্পনা। এত গোছানো অঙ্ক কোনও দলের দেখিনি। ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ দেখেছি। হতে পারে ব্রাজিলের প্রথম দল খেলেনি সেই ম্যাচে। নেমার খেলেননি। কিন্তু ফ্রান্স আরও বিপজ্জনক দল। ব্রাজিলের চেয়েও এগিয়ে রাখব ওদের।'


কাতারের মানুষও যেন ধীরে ধীরে ফ্রান্সের সমর্থক হয়ে পড়ছেন, উপলব্ধি বাংলার ফুটবলপ্রেমীর। উজ্জ্বল বলছেন, 'কাতারের বেশিরভাগ মানুষ আর্জেন্তিনার সমর্থক ছিলেন। কাতার বিশ্ববিদ্যালয়টা পুরোটা দিয়ে দিয়েছে আর্জেন্তিনা দলকে। লিওনেল মেসিরা হোটেলে নেই। রয়েছেন বিশ্ববিদ্যালয়ে। মেসিদের প্রচুর সমর্থক। কিন্তু ফ্রান্সের খেলা দেখে অনেকেই ফরাসি দলকে সমর্থন করতে শুরু করেছেন। ফ্রান্সের সমর্থনও এখন কম নয়। ফরাসিরা মন জিতে নিয়েছেন মরুদেশের। ফ্রান্স থেকে প্রচুর মানুষ খেলা দেখতে গিয়েছেন। কিন্তু কোনও উগ্র ব্যবহার নেই। মানুষের সঙ্গে মিশছেন সকলে। কথা বলছেন। নানারকম বাদ্যযন্ত্র এনেছেন। গানবাজনা করছেন। ফরাসিরা কাতার নিয়ে পড়াশোনা করে খেলা দেখতে গিয়েছেন।'


এমবাপেকে নিয়ে গোটা বিশ্বে হইচই হচ্ছে। লিওনেল মেসি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সমতুল্য মনে করছেন কেউ কেউ। ফরাসি তারকাকে কেমন দেখলেন? উজ্জ্বল বলছেন, 'কিলিয়ান এমবাপে অস্বাভাবিক ফিট। দেখলে নিজের চোখকে বিশ্বাস হবে না। ফাউল করলে পড়ে যাচ্ছেন। কিন্তু এমনভাবে উঠে দাঁড়াচ্ছেন যে, অবিশ্বাস্য মনে হবে। যেন সিনেমা দেখছেন। এত ক্ষিপ্রতা। অসাধারণ মনোভাব। কোনও অভিযোগ নেই। মাঠে পড়ে গোঙানো নেই।'


কলকাতার নেতাজিনগরের বাসিন্দা উজ্জ্বল ফুটবলের টানেই ছুটে গিয়েছিলেন কাতারে। ফ্রান্সের খেলায় মুগ্ধ তিনি। বলছেন, 'ফ্রান্স তারকা নির্ভর নয়। দলবদ্ধভাবে খেলে। সুসংহত। পোল্যান্ড কিন্তু সেদিন বেশ ভাল ফুটবল খেলেছে। তারপরেও দাঁড়াতে পারেনি। এই ফ্রান্স বিশ্বকাপ না জিতলে অবাক হব।'


আরও পড়ুন: রাউন্ড ১৬-র লড়াই শেষ, কোয়ার্টার ফাইনালে কে-কার মুখোমুখি; কবে-কখন খেলা ?