দোহা : রাউন্ড ১৬ শেষ। শেষ ম্যাচে স্যুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে কার্যত উড়িয়ে দিয়েছে পর্তুগাল। এরপর কোয়ার্টার ফাইনাল। নক-আউটের এই পর্বে কোন দল কার মুখোমুখি হতে চলেছে দেখে নেওয়া যাক একবার...


কোয়ার্টার ফাইনালের লড়াই (Fight of Quarter Finals)-


কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে ৯ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এডুকেশন স্টেডিয়াম হবে খেলা। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় দেখা যাবে ম্যাচ।


ষষ্ঠবার বিশ্বকাপ জিততে মরিয়া ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে তারা। এক্ষেত্রে উল্লেখযোগ্য, ব্রাজিল তাদের শেষ ও পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল যখন ২০০২ সালে এর আয়োজন হয়েছিল এশিয়ার কোনও দেশে। 


পরের ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও আর্জেন্তিনা। ৯ ডিসেম্বর শুক্রবার রয়েছে খেলা (ভারতীয় সময় অনুযায়ী ১০ ডিসেম্বর সাড়ে ১২টায় মুখোমুখি হবে উভয় দেশ।) লুসেইল স্টেডিয়ামে রয়েছে খেলা। 


তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে (Third Quarter Final Match) মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। শনিবার, ১০ ডিসেম্বর অল থুমামা স্টেডিয়ামে রয়েছে ম্যাচ । ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় উভয় দেশ মুখোমুখি হচ্ছে। পেনাল্টিতে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেছে মরক্কো। গ্রুপ স্টেজে কানাডা ও বেলজিয়ামের মতো দলকেও হারিয়েছে তারা।


এদিকে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৬-১ ব্যবধানে জয়লাভ আরও উজ্জীবিত করে তুলেছে পর্তুগালকে। বিশেষ করে পর্তুগিজ তারকা গনসালো রামোস (Goncalo Ramos)-এর উত্থান। স্যুইৎজারল্যান্ড-বধে হ্যাটট্রিক করেন ২১-এর এই তরুণ। তাঁর পায়ের জাদুতে ভর করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পর্তুগাল। 


অন্যদিকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময়ী দুটি দল- ইংল্যান্ড ও ফ্রান্স। ১১ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় রয়েছে খেলা। অল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। গ্রুপে স্তরে শীর্ষ স্থানে থেকে শেষ করেছে উভয় দলই।


কোথায় দেখা যাবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি ?


কোয়ার্টার ফাইনালে এই ম্যাচগুলি দেখা যাবে Sports18 and Sports18 HD-তে। এর পাশাপাশি লাইভ সম্প্রচার দেখা যাবে JioCinema-তেও।


আরও পড়ুন ; কোচের আস্থার মর্যাদা রাখলেন, হ্যাটট্রিক রামোসের, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল