দোহা: পোল্য়ান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। রাশিয়া ও কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) মিলে এখনই তাঁর ঝুলিতে ৯টি গোল। বিশ্বকাপের মঞ্চে গোলের নিরিখে টপকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকেও (Lionel Messi)। গতকাল পোল্যান্ডের বিরুদ্ধে একটি অ্যাসিস্ট ও দুটো গোল করেন এই তরুণ স্ট্রাইকার। শেষ আটে এবার সামনে ইংল্যান্ড। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এমবাপে যে খেলাটা খেলছেন, তাতে ইংল্যান্ড শিবিরের জন্য চিন্তা বাড়বেই। আর তার মধ্যেই নিজের লক্ষ্যস্থির করে ফেলেছেন ২৩ বছরের এই স্ট্রাইকার।
কী বলছেন এমবাপ্পে?
কিলিয়ান এমবাপে এক সাক্ষাৎকারে বলেন, ''বিশ্বকাপের জন্য আমি নিজেকে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করেছি। এখনও অনেকটা পথ চলা বাকি। বিশ্বকাপ জেতাটাই আমার একমাত্র লক্ষ্য। ওটাই স্বপ্ন ছিল। কিন্তু তা ধাপে ধাপে এগোতে হবে। এবার সামনে কোয়ার্টার ফাইনালের লড়াই।'' চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি গোল করে ফেলেছেন। মোট ১১টি বিশ্বকাপ ম্যাচে ৯ গোল ঝুলিতে। এমবাপে বলছেন, ''আমি এখানে গোল্ডেন বল জিততে আসিনি। আমার ওটা কখনওই লক্ষ্য নয়। আমি এখানে এসেছি বিশ্বকাপ জয়ের জন্য ফ্রান্স দলকে সাহায্য করার। আর সেই লক্ষ্যপূরণ করতে মরিয়া আমি।''
জিহুর নজির
দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। কিলিয়ান এমবাপেকে নিয়ে যখন ফ্রান্সের সমর্থকেরা স্বপ্ন দেখছেন, তখন নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন। সেই অলিভিয়ের জিহু (Olivier Giroud) রবিবার ফ্রান্সের হয়ে পোল্যান্ডের বিরুদ্ধে গোল করলেন। সেই সঙ্গে জাতীয় দলের জার্সিতে গড়লেন নতুন রেকর্ড।
ফ্রান্সের জার্সিতে ৫২টি গোল হয়ে গেল জিহুর। তিনি ভেঙে দিলেন থিয়েরি অঁরির রেকর্ড। ফ্রান্সের হয়ে ৫১টি গোল ছিল অঁরির। সেই রেকর্ড পেরিয়ে নতুন মাইলফলক তৈরি করলেন জিহু।
১৯৯৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন অঁরি। দেশের জার্সিতে ৫১টি গোল ছিল তাঁর। ফ্রান্স ফুটবলে কিংবদন্তি অঁরি। সেই তুলনায় জিহু কখনওই প্রচারের আলো পাননি। এমনকী, করিম বেঞ্জেমা ছিটকে না গেলে প্রথম দলে সুযোগই হতো না জিহুর। ব্যালঁ ডি'অর জয়ী বেঞ্জেমা চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। সেই কারণে সুযোগ পান জিহু। আর সুযোগ পেয়েই ফের গোলের দৌড় চলছে ফরাসি তারকার।
আরও পড়ুন: সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে কােয়ার্টারে ফ্রান্সের সামনে ইংল্যান্ড