ভুবনেশ্বর: হার দিয়ে এবারের হকি বিশ্বকাপ শুরু করল চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। আজ প্রথম ম্যাচে জার্মানির কাছে ০-১ গোলে হেরে গেল পাকিস্তান। ৩৬ মিনিটে একমাত্র গোল করেন মার্কো মিল্টকাউ। দু’দলই এদিন দর্শকদের উপভোগ্য ম্যাচ উপহার দেয়। জার্মানির দাপট থাকলেও, পাকিস্তান সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। তবে যোগ্য দল হিসেবেই জিতেছে জার্মানি। বুধবার মালয়েশিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। জার্মানির পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এদিন অন্য ম্যাচে মালয়েশিয়াকে ৭-০ উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। হ্যাটট্রিক করেন জেরন হার্টজবার্গার। একটি করে গোল মির্কো প্রুইজার, মিঙ্ক ভ্যান ডার উইর্ডেন, রবার্ট কেম্পারম্যান ও থিয়েরি ব্রিঙ্কম্যানের।