ব্রিসবেন: গাব্বায় দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার বাঁচানোর জন্য লড়াই করছে পাকিস্তান। ৪৯০ রান তাড়া করতে নেমে আসাদ শফিকের শতরানের সুবাদে চতুর্থ দিনের শেষে পাকিস্তানের রান ৮ উইকেটে ৩৮২। জয়ের জন্য এখনও দরকার ১০৮ রান। হাতে মাত্র ২ উইকেট। ফলে শেষ দিন ব্যাটে-বলে জমজমাট লড়াই দেখার জন্য তৈরি হচ্ছে গাব্বা।
এই দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে স্টিভ স্মিথ (১৩০) ও পিটার হ্যান্ডসকম্বের (১০৫) শতরানের সুবাদে ৪২৯ রান করে অস্ট্রেলিয়া। মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ চারটি করে উইকেট নেন। পাকিস্তান অবশ্য ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মিসবা উল হকের দলের প্রথম ইনিংস শেষ হয় ১৪২ রানে। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২০২ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন আজহার আলি (৭১), অধিনায়ক মিসবা (৬৫) ও আমির (৪৮)। চতুর্থ দিনের শেষে শফিকের সঙ্গে ক্রিজে আছেন ইয়াসির শাহ (৪)।
আসাদ শফিকের শতরান, ব্রিসবেনে লড়ছে পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2016 08:27 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -