চেন্নাই: ফের বিতর্কে নারায়ণস্বামী শ্রীনিবাসন। প্রাক্তন বিসিসিআই সভাপতি ফের ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত। তাঁর নয়া ফরমান, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শেষ হওয়ার পরেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়ের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে খেলতে হবে ভারতের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও মুরলী বিজয়কে। যার অর্থ, টানা খেলার পর বিশ্রাম নেওয়ার অবকাশ মিলবে না এই দুই ক্রিকেটারের।


দীর্ঘদিন ধরে ভারতের হয়ে টানা ম্যাচ খেলে চলেছেন অশ্বিন। এ বছরের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ৪২৮.৪ ওভার বল করেছেন তিনি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ ছাড়াও অনেক খেলা রয়েছে ভারতের। সেই ম্যাচগুলিতে অশ্বিনকে ভারতের দরকার। অন্যদিকে, ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনারের অভাব। শিখর ধবনের চোট। বিজয়ও চেন্নাইয়ে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন। এর ফলে চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনি ওপেন করেননি। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে যদি বিজয়ের চোট লাগে, তাহলে সমস্যায় পড়ে যাবে ভারত।

বোর্ডের ক্ষমতা হারিয়ে এখন শুধু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুপ্রিমো শ্রীনিবাসন। স্বভাবতই তিনি ভারতের বদলে নিজের রাজ্য দলের স্বার্থ দেখছেন। সেই কারণেই বলেছেন, ‘আমরা চাই অশ্বিন ও বিজয় খেলুক। ওরা নিজেরাও খেলতে চায়।’

মঙ্গলবার শেষ হচ্ছে চেন্নাই টেস্ট। তারপরেই একটি অ্যাকাডেমির উদ্বোধনে দুবাই যাচ্ছেন অশ্বিন। এদিকে, কর্ণাটকের বিরুদ্ধে তামিলনাড়ুর ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার থেকে। শ্রীনিবাসনের দাবি, ঠিক সময়ে ফিরে এসে খেলবেন অশ্বিন।