জোহাসেনবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে কি খেলার সুযোগ পাচ্ছেন অজিঙ্ক রাহানে? ভারতের অধিনায়ক বিরাট কোহলি তেমনই ইঙ্গিত দিয়েছেন। আজ নেটে অনুশীলনের ফাঁকে রাহানের সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলেন বিরাট। তাঁরা একসঙ্গে প্যাড পরে নেটে প্রায় ৪৫ মিনিট ধরে ব্যাট করেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, 'জেদ' ছেড়ে এবার রাহানেকে সুযোগ দেবেন বিরাট।
বিদেশে ব্যাটিং গড় ৫৪। বিরাটের পর টেকনিকের দিক থেকে দলের সেরা ব্যাটসম্যান। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি অজিঙ্ক রাহানে। প্রথম টেস্টে হারের পর তাঁকে দলে নেওয়ার দাবি জানান সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু দলে একাধিক বদল করা হলেও, রাহানেকে সুযোগ দেননি বিরাট। তিনি নিজের যুক্তিতে অনড় ছিলেন। তবে সিরিজ খোয়ানোর পর এবার চাপে পড়ে গিয়ে ভাবনা বদল করছেন ভারতের অধিনায়ক।
আজ মাঠে এসেই পিচ দেখতে চলে যান শাস্ত্রী। তিনি খুঁটিয়ে পিচ দেখে সাপোর্ট স্টাফদেরও ডাকেন। বিরাট ও অন্যান্য ব্যাটসম্যানরাও গিয়ে পিচ দেখেন। পিচে এখনও আগের মতোই ঘাস আছে। যা ভারতীয় দলের পক্ষে ভাল লক্ষণ না।
আজ অনুশীলনে যোগ দেন উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক এবং দুই বোলার নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর। দ্বিতীয় টেস্টে সাতটি ক্যাচ মিস হওয়ার কথা মাথায় রেখে আজ ভারতীয় ক্রিকেটারদের দীর্ঘক্ষণ ক্যাচিং অনুশীলন করান ফিল্ডিং কোচ আর শ্রীধর।
দীর্ঘক্ষণ কথা বললেন বিরাট, তৃতীয় টেস্টে সুযোগ পেতে পারেন রাহানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2018 05:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -