বেঙ্গালুরু: সদ্য টি-২০ বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। এরই মধ্যে বেঙ্গালুরুতে অবস্থিত তার পাব-এর বিরুদ্ধে জমা পড়ল FIR। বেঙ্গালুরু পুলিশ কিং কোহলির রেস্তোরাঁর বিরুদ্ধে এই অভিযোগ জমা করেছে। বেঙ্গালুরুর এমজি রোডে অবস্থিত কোহলির বিখ্যাত কমিউন পাব ওয়ানএইট (One8) এর বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ জমা পড়েছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল)-এর তরফে বলা হয়েছে বেঙ্গালুরুর ওই এলাকায় রাত ১টার মধ্যে সমস্ত পাব বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু One8 Pub রাত ১.৩০টা পর্যন্ত খোলা ছিল, যা নিয়মবিরুদ্ধ।
তবে শুধু কোহলির এই রেস্তোরাঁই নয়, ওই এলাকার প্রায় ৩-৪টে এ রেস্তোরাঁর বিরুদ্ধেও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ওই রেস্তোরাঁগুলোও রাত ১.৩০ পর্যন্ত খোলা ছিল। বেঙ্গালুরুর ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, ওই মধ্যরাতে পাবগুলিতে জোরে জোরে গানও বাজানো হচ্ছিল।
চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই অবস্থিত One8 Commune এ গানের সঙ্গে সঙ্গে ফাইন ডাইনিং রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স উপভোগ করতেই সেখানে ছুটে যান খাদ্যপ্রেমীরা। পুলিশের তরফে জানান হয়েছে, রাত ১.৩০টার সময়ও ওই পাবটিতে তারস্বরে গান চলছিল। সেই কারণেই পুলিশ এফআইআর জমা করে। এই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত মোতাবেক পরবর্তীতে যে তথ্য উঠে আসবে, সেই মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন, ভারত ছাড়ছেন বিরাট! অনুষ্কাকে নিয়ে কি এবার পুরোপুরি লন্ডন নিবাসী কিং কোহলি?
দেশের মেট্রো শহরে One8 Commune- এর ব্রাঞ্চ রয়েছে। দিল্লি, মুম্বই, পুনে, কলকাতাতেও এই পাবটির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। গত বছর ডিসেম্বরে বেঙ্গালুরুর রত্নাম কমপ্লেক্সের ছ'তলায়এই পাবটি খোলা হয়। One8 Commune বেঙ্গালুরু ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে মূলত এই এফআইআরটি দায়ের করা হয়েছে। কীভাবে নিয়মের বাইরে বেরিয়ে ১.২০ মিনিট পর্যন্ত কাস্টমার সার্ভিস দেওয়া হচ্ছিল সে বিষয়ে প্রশ্নও করা হয়, খবর সূত্রের।
জনপ্রিয় ওই এলাকায় রাত টহল দিতে বেরিয়েছিলেন এক সাব ইন্সপেক্টর। সেই সময়ই দেখেন যে ১.২০ বাজলেও তখনও খোলা রয়েছে ওই পাবটি। এদিকে, নিয়ম বিরুদ্ধ কাজ করায় এই রেস্তোরাঁর পাশাপাশি অন্য ৩ রেস্তোরাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে