স্টেডিয়ামে মারপিট, সুশীল ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এফআইআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Dec 2017 04:15 PM (IST)
নয়াদিল্লি: গতকাল ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে প্রবীণ রানার বিরুদ্ধে ম্যাচের পর মারপিটের ঘটনায় অলিম্পিকে জোড়া পদক জেতা কুস্তিগীর সুশীল কুমার ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের এক আধিকারিক। দোষ প্রমাণিত হলে সুশীলদের এক বছর পর্যন্ত কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা অথবা দু’টিই হতে পারে। আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে চলা গোল্ড কোস্ট গেমসের জন্য দল বাছাইয়ের প্রতিযোগিতার সেমিফাইনালে গতকাল রানাকে হারিয়ে দেন সুশীল। হারের পরেই রানা অভিযোগ করেন, সুশীলের বিরুদ্ধে লড়াইয়ে নামার স্পর্ধা দেখানোয় তাঁকে ও তাঁর দাদাকে মারধর করেছেন সুশীলের সমর্থকরা। সুশীল আবার পাল্টা অভিযোগ করেন, তাঁকে কামড়ে দিয়েছেন রানা। স্টেডিয়ামেই দু’পক্ষের ব্যাপক মারপিট হয়। সেই ঘটনাতেই সুশীলদের বিরুদ্ধে মামলা দায়ের হল। ডেপুটি কমিশনার অফ পুলিশ (মধ্য) মনদীপ সিংহ রণধাওয়া বলেছেন, সুশীল বা তাঁর সমর্থকরা এখনও পর্যন্ত রানা ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেননি। সুশীলদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে মারপিট হল, সেটা খতিয়ে দেখছে পুলিশ।