ইসলামাবাদ: শুরু হয়েছে ২৫ তারিখ থেকে। তারপর চলছে রোজ। রাত তিনটে নাগাদ একটা ফোন আসে ইসলামাবাদের পুলিশ কন্ট্রোল রুমে। ফোনের ওপারের ব্যক্তি বলেন, দাদারা, একবার চেঁচিয়ে জয় হিন্দ বলুন তো। তিতিবিরক্ত ইসলামাবাদ পুলিশ অচেনা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।


পুলিশের দাবি, ফোন আসছে ভারত থেকে। ২৫ তারিখ রাতে ফোনের চোটে সব লাইন জ্যাম হয়ে যায়। অভিযুক্ত বলেন, আইজি, ডিআইজিদের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। রাজি না হলে পুলিশ অফিসারদের হুমকিও দেন তিনি।

প্রথমে কথা শুনে পুলিশ বুঝতে পারেনি ফোন কোথা থেকে আসছে। কিন্তু বারবার জয় হিন্দ শুনতে শুনতে উত্যক্ত হয়ে ওঠে তারা। কিন্তু ফোনকর্তা থামেননি। উল্টে বলেন, আপনারাও সবাই মিলে বলুন দেখি জয় হিন্দ! এরপর পুলিশের মনে হয়, এ লোক ভারতীয় না হয়ে যায় না।

পরে নাকি ওই ব্যক্তি বলেন, তিনি ভারত থেকেই ফোন করছেন, নাম জাশে।

পুলিশ কন্ট্রোল রুমে কলার লাইন আইডেন্টিফিকেশন কাজ করছিল না। তাই অভিযুক্তের পরিচিতি জানতে পুলিশকে পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সাহায্য নিতে হয়। তারাও নাকি জানিয়েছে, ফোন আসছে ভারত থেকে।