মু্ম্বই: একটি স্কুল ম্যাচে অপরাজিত ১০০৯ রানের ইনিংস খেলে পরিচিতি পেয়েছিল প্রণব ধানাওয়াড়ে। এবার পুলিশের সঙ্গে বচসায় জড়ালো স্কুল ছাত্র ধানওয়াড়ে। যে মাঠে সে খেলে সেই মাঠ হেলিপ্যাড তৈরির জন্য খালি করতে আপত্তি জানিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় ধানওয়াড়।

পুলিশ জানিয়েছে, কল্যাণের সুভাষ গ্রাউন্ডে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ণমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সফরের জন্য হেলিপ্যাড তৈরি করেছে জনকল্যাণ দফতর। নিরাপত্তার কারণে ওই মাঠের দায়িত্বভার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।

কিন্তু সুভাষ গ্রাউন্ডেই বন্ধুদের সঙ্গে খেলছিল ধানাওয়াড়। এক রক্ষী এসে তাদের খেলা বন্ধ করতে বলেন। ধানওয়াড়ে ও তার বন্ধুরা মাঠ ছাড়তে রাজি হয়নি। তারা পুলিশের সঙ্গে তর্ক শুরু করে। জানতে চায়, এই মাঠে না খেলতে পারলে তারা কোথায় খেলবে। এরইমধ্যে পুলিশের এক আধিকারিক ও কয়েকজন কনস্টেবলও ঘটনাস্থলে আসেন। এরপর স্থানীয়দের সঙ্গে পুলিশের উত্তপ্ত কথাকাটাকাটি শুরু হয়।

ধানাওয়াড়ে পুলিশকে অনুমতিপত্র দেখাতে বলে। এরপরই পুলিশ তাকে থানায় নিয়ে যায়। সেখানে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, কে সি গাঁধী হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র ১৫ বছরের ধানাওয়াড়ে একটি স্কুল ম্যাচে ৩৯৫ মিনিট ব্যাটিং করে ৩২৩ বলে ১০০৯ রান করেছিল। তার ইনিংসে ছিল ৫৯ টি ছক্কা ও ১২৯ টি বাউন্ডারি।