নয়াদিল্লি: আগামী বছরের বিশ্বকাপের আগে ভারতীয় দলের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে মিডল অর্ডারের সঠিক কম্বিনেশেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ভারতীয় দলের মিডলঅর্ডারের দুর্বলতা সামনে এসেছে। সুরেশ রায়না ভরসা দিতে পারেননি। মহেন্দ্র সিংহ ধোনিকেও চেনা ছন্দে ব্যাটিং করতে দেখা যায়নি। এরইমধ্যে একটা স্বস্তির খবর সামনে এসেছে। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব চোট সারিয়ে মাঠে ফিরে আসতে প্রস্তুত।
গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান কেদার। এরপর এখনও পর্যন্ত কেদার কোনও ম্যাচ খেলেননি। চোটের জন্য তাঁকে ইংল্যান্ড সফরে টি ২০ ও একদিনের দলেও রাখা হয়নি।
কেদার এখন জানিয়েছেন, তাঁর রিহ্যাব বেশ ভালো হয়েছে। আগামী দু-তিন সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং খেলতে শুরু করবেন।
কেদার বলেছেন, ব্যাটিং অনুশীলনের অনুমতি তিনি পেয়েছেন। কিন্তু বৃষ্টির জন্য অনুশীলনে নামতে পারেননি তিনি। তিনি যে ফের মাঠে ফিরতে পারবেন, সেজন্য খুবই খুশি কেদার।
কেদার বলেছেন, এই নিয়ে তৃতীয়বার একই জায়গায় তিনি চোট পেয়েছেন। এজন্য চোট বেশ গুরুতর হয়ে উঠেছিল।তিনি বলেছেন, ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে চোট লেগেছিল। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে এবং আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন।

কঠিন সময়ে তিনি অধিনায়ক কোহলিকে পাশে পেয়েছিলেন বলে জানিয়েছেন কেদার। তিনি আরও বলেছেন, কঠিন সময়েই শুধু নয়, দলের সঙ্গে যখন থেকে যুক্ত তখন থেকেই তাঁকে সমর্থন করেছেন কোহলি। প্রথমবার দলে সুযোগ পাওয়ার পর কোহলি তাঁকে একটি ফোন উপহার দিয়েছিলেন বলেও জানিয়েছেন কেদার।