সিডনি: ভারতের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার মধ্যেই অশান্তি বেধে গেল অস্ট্রেলিয়া শিবিরে। চোট রয়েছে বলে ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ১৪ জনের দলে নাথান কুল্টার-নাইলকে রাখেননি অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। যদিও স্ক্যান করে দেখা গিয়েছে, কুল্টার-নাইলের চোট নেই। তারপরই নির্বাচকদের আক্রমণ করলেন ডানহাতি পেসার।
প্রকাশ্যেই নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন কুল্টার-নাইল। অস্ট্রেলিয়ার একটি রেডিও স্টেশনে তিনি বলেছেন, ‘সত্যি বলতে কী, ব্যাপারটা আমার ভাল লাগেনি। আমাকে খুব বাজে ভাবে বাদ দেওয়ার ব্যাপারটা জানানো হয়েছিল।’
নির্বাচকেরা পিঠের চোটের কথা বললেও স্ক্যান করে কিছু পাওয়া যায়নি। বিগ ব্যাশ লিগে মাঠে নেমে পারথ স্কর্চার্সের হয়ে ২৫ রানে তিন উইকেটও নিয়েছেন কুল্টার-নাইল। তিনি বলেছেন, ‘পেশিতে টান লাগলে মাঠ থেকে দূরে সরে থাকার মতো কিছু রয়েছে বলে আমি মনে করি না। আমার পিঠের টান পুরনো ব্যাপার। কিন্তু কী সমস্যা, সেটা বোঝার জন্য স্ক্যান করতে হয়নি। যখন বাড়ি গিয়েছিলাম, তখন পিঠে ব্যথা ছিল যেটা এখন আর নেই। আমি স্ক্যান করানোর আগেই ওরা দল ঘোষণা করে ফেলল।’
কুল্টার-নাইল আরও বলেছেন, ‘জে এল (কোচ জাস্টিন ল্যাঙ্গার) আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, কবে দল নির্বাচন। আমি জানিয়েছিলাম আমার পিঠের পেশিতে টান রয়েছে। পাশাপাশি এও জানিয়েছিলাম যে, তখনও স্ক্যান করাইনি। আমার অতীত মেডিক্যাল রিপোর্ট বলছে, সিদ্ধান্ত নেওয়ার আগে স্ক্যান করে দেখে নেওয়া উচিত ছিল। আমার সঙ্গে দল ও নির্বাচকদের যোগাযোগের ধরনটা আরও ভাল হতে পারত।’
অস্ট্রেলিয়া শিবিরে অশান্তি, নির্বাচকদের চোটের তত্ত্ব উড়িয়ে ক্ষিপ্ত কুল্টার-নাইল জানালেন তিনি ফিট
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2019 05:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -