সিডনি: ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হতে পারেন বিরাট কোহলি। এমনই মনে করছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। আজ তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার এখনও কিছুটা চিন্তা রয়েছে, তবে বিরাট কোহলি দ্রুত শিখছে। এই সিরিজে কী হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। বিরাট যদি এভাবেই শিখে যেতে পারে, তাহলে ফলাফল, সর্বোচ্চ পর্যায়ে খেলোয়াড়দের ভাল পারফরম্যান্স দেখানোর ক্ষেত্রে ও ভারতের সেরা অধিনায়ক হতে পারে।’
ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল। সিডনিতে চলতি টেস্ট ম্যাচের শেষ দিন আগামীকাল। এই ম্যাচ ড্র হলেও ভারতীয় দল সিরিজ জিতছে। অধিনায়ক হিসেবে এটি বিরাটের বিশাল কৃতিত্বের। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি প্রাক্তনরাও ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করছেন। বিশেষ করে চেতেশ্বর পূজারার অসাধারণ পারফরম্যান্স সবার মন জয় করে নিয়েছে। বিরাটের ব্যাটিং এর আগেও প্রশংসিত হয়েছে। তবে আজ তাঁকে অধিনায়ক হিসেবে যে কৃতিত্ব দিলেন গাওস্কর, সেটা অনুপ্রেরণা হতে পারে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সর্বকালের সেরা ভারতীয় অধিনায়ক হতে পারেন বিরাট, বলছেন গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2019 03:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -