নয়াদিল্লি: শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে দ্বিতীয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রান। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সচিব ঊষা শর্মা। শুক্রবার এই কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভার্চুয়ালি যোগ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, এনওয়াইকেএস, এনএসজি, আইটিবিপি, এসএসবি ও রেলের আধিকারিকরা। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমদিন দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ৭৫টি ইভেন্টের আয়োজন করা হয়েছে।


দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশজুড়ে দ্বিতীয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করা হবে। এই কর্মসূচির মূলমন্ত্র হল, ‘যে কোনও ব্যক্তি যে কোনও সময় যে কোনও জায়গায় দৌড়তে পারেন।’ দেশের সব নাগরিকই ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘ফিট ইন্ডিয়া’ ওয়েব পোর্টালে গিয়ে নাম নথিভূক্ত করতে পারেন।


এর আগে প্রথম ফিট ইন্ডিয়া ফ্রিডম রান আয়োজিত হয়েছিল গত বছরের ১৫ অগাস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত। গত বছর এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই কর্মসূচি চলবে ১৩ অগাস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত। প্রতি সপ্তাহে দেশের ৭৫টি জেলার ৭৫টি গ্রামে এই কর্মসূচি চলবে। দেশের ৭৪৪টি জেলা, প্রতিটি জেলার ৭৫টি করে গ্রাম এবং ৩০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে চলবে এই অনুষ্ঠান। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের আশা, সাড়ে সাত কোটিরও বেশি নাগরিক এই কর্মসূচিতে যোগ দেবেন।


ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের মধ্যে ফিটনেস সচেতনতা গড়ে তোলা এবং খেলার বিষয়ে উৎসাহিত করে তোলার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নাগরিকরা যাতে আলস্য, স্থুলতা, উদ্বেগ, রোগ ও মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারেন, সেটা নিশ্চিত করার জন্যই তাঁদের খেলায় উৎসাহ দিতে চাইছে সরকার। নাগরিকদের প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে শরীরচর্চা করার বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।