দেখুন, ২০২০-তে ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের

২০১৯ সালে ভারতীয় দল দুর্দান্ত সাফল্য পেয়েছে। বিশেষ করে টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলিরা। ২০২০ সালেও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে তাঁদের জন্য। এ বছর টি-২০ বিশ্বকাপ। ঘরে-বাইরে একাধিক সিরিজও খেলবে ভারতীয় দল। এ বছর অনেক ক্রিকেটারেরই ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে। দেখে নিন তাঁরা কারা
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসেবে যাঁকে ভাবা হয়েছিল, সেই ঋষভ পন্থ এখনও পর্যন্ত তাঁর প্রতি আস্থার যোগ্য মর্যাদা দিতে পারেননি। ক্রমাগত ব্যর্থতার জন্য তিনি সমালোচিত হয়েছেন। দলের প্রয়োজনের মুহূর্তে তিনি বারবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে গিয়েছেন। নিজেকে যদি বদলাতে না পারেন, তাহলে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান।

প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দু’বার হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন কুলদীপ যাদব। টি-২০ বিশ্বকাপের আগে তাঁর এই পারফরম্যান্স আশা জোগাচ্ছে। তবে এই চায়নাম্যান স্পিনার মাঝেমধ্যেই ফর্ম হারিয়ে ফেলেন, যা চিন্তার বিষয়। টি-২০ বিশ্বকাপ তাঁর কাছে বড় পরীক্ষা হতে পারে। জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে তাঁকে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়ে যেতে হবে।
ঋষভের মতোই প্রতিভাবান হিসেবে পরিচিত লোকেশ রাহুল। কিন্তু মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে এবং পারফরম্যান্স খারাপ হওয়ায় তিনি জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন। টেস্টে ওপেনার হিসেবে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন রোহিত শর্মা ও ময়ঙ্ক অগ্রবাল। সীমিত ওভারের ফর্ম্যাটেও রাহুলের জায়গা নিশ্চিত নয়। জাতীয় দলে জায়গা পাকা করতে হলে এ বছর তাঁকে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।
চোট পেয়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে ভারতের অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমার। দীপক চাহার ও নবদীপ সাইনি ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। জসপ্রীত বুমরাহও চোট সারিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায়। মহম্মদ শামি, উমেশ যাদবরাও ভাল পারফরম্যান্স দেখিয়ে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন। ফলে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেতে গেলে আইপিএল-এ দারুণ পারফরম্যান্স দেখাতে হবে ভুবনেশ্বরকে।
রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের ভবিষ্যৎও এ বছর নির্ধারিত হয়ে যেতে পারে। ৩৩ বছর বয়সি এই অফস্পিনার সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবে তিনি বেশ কিছুদিন ধরেই সীমিত ওভারের ফর্ম্যাটে আর সুযোগ পাচ্ছেন না, শুধুই টেস্ট ম্যাচ খেলছেন। দলে নিজের জায়গা ধরে রাখতে গেলে ভাল পারফরম্যান্স বজায় রাখতে হবে তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -