মস্কো: ৩২ বছর বয়সেই অবসরের কথা ঘোষণা করলেন রাশিয়ার টেনিস-সুন্দরী মারিয়া শারাপোভা। তিনি জানিয়েছেন, ‘একমাত্র যে জীবনটাই জেনে এসেছি, সেটা কীভাবে পিছনে ফেলে এগিয়ে যাব? আমি ছোটবেলা থেকে যে কোর্টে অনুশীলন করে এসেছি, সেটা কীভাবে ছেড়ে যাব? যে খেলাটা ভালবাসি, যেটা অব্যক্ত কান্না ও অকথিত আনন্দ এনে দিয়েছে, যে খেলাটার মধ্যে পরিবারকে খুঁজে পেয়েছি, ২৮ বছরেরও বেশি সময় ধরে অনুরাগীরা আমার পিছনে দৌড়েছে, সেটা কী করে ছেড়ে যাব? আমার কাছে এটা নতুন বিষয়। আমাকে দয়া করে ক্ষমা করে দাও টেনিস। আমি বিদায় জানাচ্ছি।’
পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা শারাপোভা একসময় বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ছিলেন। রাশিয়ার একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি চারটি গ্র্যান্ড স্ল্যামই জেতেন। ২০০৪ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে তিনি সারা বিশ্বের টেনিসপ্রেমীদের নজর কেড়ে নেন। এরপর ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন তিনি। ২০১২ অলিম্পিকসে তিনি রাশিয়ার হয়ে রুপো জেতেন।
গত কয়েক বছর ধরেই অবশ্য শারাপোভার সময় ভাল যাচ্ছিল না। ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ধরা পড়ে তিনি নির্বাসিত হন। সেই নির্বাসন কাটিয়ে তিনি কোর্টে ফিরলেও, সাফল্য পাননি। সেই কারণেই হয়তো সরে দাঁড়ালেন।
৩২ বছর বয়সে অবসর মারিয়া শারাপোভার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2020 08:27 PM (IST)
পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা শারাপোভা একসময় বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ছিলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -