✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

এবারের আইপিএলে যে পাঁচ ঘটনায় আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  13 May 2019 06:21 PM (IST)
1

সদ্য সমাপ্ত আইপিএলে আম্পায়ারিংয়ের মানের অবনতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। দ্বাদশ আইপিএলের সমগ্র পর্বেই এমন কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ক্রিকেট মহল আম্পায়ারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে আম্পারিংয়ের ত্রুটি নিয়ে জোরাল প্রশ্ন উঠেছে।

2

(মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ফাইনাল) ‘ওয়াইড বল’’ না ডাকা: মুম্বইয়ের ইনিংসের শেষ ওভারে আম্পায়ার নিতিন মেননের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্যাটসম্যান কায়রন পোলার্ড। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উপহাস করার জন্য তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

3

(গ্রুপ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ) মালিঙ্গার ‘নো বল’ বিতর্ক: এই ম্যাচে আম্পায়ারের আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ বলে জয়ের জন্য সাত রানের দরকার ছিল আরসিবি-র। কিন্তু মালিঙ্গা মাত্র ১ রান দেন এবং মুম্বই ম্যাচটিতে জয়ী হয়। ম্যাচের পর ক্যামেরায় দেখা যায়, মালিঙ্গা ওভারস্টেপ করেছেন, যা নজর এড়িয়ে যায় আম্পায়ার সুন্দরম রবির।

4

(গ্রুপ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ) বোলিং ক্রিজ অতিক্রম না করা সত্ত্বেও উমেশ যাদবের বল ‘নো’ ডাকা: এবারও আম্পায়ারের সিদ্ধান্তের মাশুল গুণতে হয় আরসিবি-কে। শেষ ওভারের পঞ্চম বল ফ্রন্ট ফুট ‘নো বল’ ডাকেন আম্পায়ার নাইজেল লঙ। রিপ্লেতে দেখা গিয়েছে যে, উমেশের পা ক্রিজের কয়েক ইঞ্চি পিছনে ছিল।

5

(গ্রুপ পর্বে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচ): রোহিত শর্মার এলবিডব্লু ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিল মুম্বই। কিন্তু রোহিত শর্মাকে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউ চাইলেও আউট হতে হয় তাঁকে। কারণ, এটি ছিল আম্পায়ার্স কল।

6

(গ্রুপ পর্বে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ) নো-বল ডেকেও সিদ্ধান্ত প্রত্যাহারে ধোনির ক্ষোভ: মহেন্দ্র সিংহ ধোনি ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত। কিন্তু এই ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠে নেমে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। একটি হাই ফুলটস নো ডেকেও সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ধোনি ডাগ আউট থেকে মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। শেষপর্যন্ত বলটি বৈধ বলেই গন্য হয়। রিপ্লেতে দেখা গিয়েছে যে, কোমরের উচ্চতায় ছিল বলটি। এই ঘটনার জেরে ধোনির ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

  • হোম
  • খেলা
  • এবারের আইপিএলে যে পাঁচ ঘটনায় আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.