নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনায় এবার নতুন মাত্রা যোগ করলেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁর দাবি, বিরাট যেভাবে ব্যাটিং করছেন তাতে তিনি সচিনের রেকর্ড ভেঙে দিতেই পারেন।

 

বর্তমানে ভারতীয় ক্রিকেটের সেরা মুখ বিরাটকে নিয়ে বাকিদের মতো তাঁর কোচও উচ্ছ্বসিত। বিরাটের ব্যাটিংয়ে কোনও খুঁত দেখতে পাচ্ছেন না রাজকুমার। তাঁর মতে, নিজের দক্ষতার উপর অগাধ আস্থাই বিরাটকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। এই মুহূর্তে অসাধারণ ফর্মে আছেন বিরাট। অন্য কেউ ভারতের হয়ে ধারাবাহিকভাবে এত ভাল খেলতে পেরেছেন কি না তা তিনি মনে করতে পারছেন না বলেও জানিয়েছেন রাজকুমার।

 

দু বছর আগে ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়েছিলেন বিরাট। কিন্তু তারপর পরিশ্রম করে তিনি নিজের ফর্ম ফিরে পেয়েছেন। টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন পরিবেশে সব প্রতিপক্ষের বিরুদ্ধেই সফল হয়েছেন তিনি। ভিন্ন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং রানের খিদের জন্যই বিরাট এত সফল বলে মত তাঁর কোচের।

 

আন্তর্জাতিক পর্যায়ে এত সাফল্যের পরেও এখনও ছোটবেলার কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বিরাট। আইপিএল চলাকালীনও রাজকুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। আইপিএল ফাইনাল দেখতে গিয়েছিলেন রাজকুমার। তাঁর মতে, বিরাট খুব বুদ্ধি করে খেলার প্রস্তুতি নেন, পরিশ্রম করেন। খাওয়া-দাওয়াও সেভাবেই করেন। সেই কারণেই তিনি এত সফল।

 

অনেক বিশেষজ্ঞই বলছেন, এখনই বিরাটকে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও ভারতের অধিনায়ক করে দেওয়া উচিত। রাজকুমারেরও একই মত। তবে তিনি মহেন্দ্র সিংহ ধোনির সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতী।