বেঙ্গালুরু: মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতি যে দলের ওপর প্রভাব ফেলেছে, তা মেনে নিলেন চেন্নাই সুুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। আজ, রবিবার, বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 'ক্যাপ্টেন কুল'-এর খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

চোটের জন্য সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের আগের ম্যাচে খেলতে পারেননি ধোনি। তাঁর পরিবর্তে সেই ম্যাচে দলকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। ছয় উইকেটে ম্যাচটি হেরে গিয়েছিল সিএসকে। রবিবার বেঙ্গালুরুতে প্রতিপক্ষ আরসিবি। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ফ্লেমিং বলেছেন, 'দুরন্ত ছন্দে থাকা কোনও ক্রিকেটার খেলতে না পারলে দল ও নেতৃত্বের ওপর একটা প্রভাব তো পড়েই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।' যদিও ফ্লেমিং জানিয়েছেন, ধোনির অনুপস্থিতিতে তাঁরা মোটেও দল হিসাবে ধার হারাননি। বরং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটই খেলেছেন। তবু আগের ম্যাচে পরাজয় এড়াতে পারেননি।

সিএসকে সমর্থকদের জন্য আশার খবর বলতে, শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামের নেটে ব্যাট করেন ধোনি। পরে সিএসকে সোশ্যাল মিডিয়ায় ধোনির অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, ধোনি স্টেপ আউট করে বেশ কয়েকটি শট মারছেন। তবে তাঁর ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। রবিবার তিনি মাঠে নামবেন কি না, প্রশ্ন থাকছে। নিয়মিত অধিনায়কের ফিট হয়ে ওঠার জন্য ম্যাচের আগে পর্যন্ত অপেক্ষা করতে চাইছে সিএসকে শিবির। একান্তই ধোনি না পারলে, আগের ম্যাচের মতোই হয়তো নেতৃত্বের দায়িত্ব সামলাতে হবে রায়নাকে।

চিন্নাস্বামীর উইকেটে বড় রানের পূর্বাভাস দিয়ে রেখেছেন কিউরেটর। কেকেআরের বিরুদ্ধে ইডেনে বিরাট-মঈন আলিরা যেরকম ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন, তাতে রবিবারও বাড়তি চাপ সামলাতে হতে পারে বোলারদের। ফ্লেমিং বলেছেন, 'পিচ দেখে মনে হয়েছে বড় রান উঠবে। বোলারদের ওপর চাপ থাকবে। তবে ব্যাটসম্যানদেরও বড় রান করার প্রত্যাশার চাপ সামলাতে হবে।'