কলকাতা: ফ্লিন্টফ বনাম অমিতাভ বচ্চন রাউন্ড টু!
এবার টুইটারে অমিতাভকে ‘টোপ’ দিয়ে টুইটার-যুদ্ধ নতুন করে শুরু করলেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিন্টফ। নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর মাইক্রো ব্লগিং সাইটে লেখেন, তিনি ফাইনাল দেখতে আসতে পারেন, যদি অমিতাভ তাঁর জন্য কয়েকটি টিকিট জোগাড় করে দেন!
https://twitter.com/flintoff11/status/715220375441969152
যদিও, অমিতাভ এই নিয়ে মুখ খোলেননি। তবে, ফ্লিন্টফকে জবাব দিয়েছেন এক অমিতাভ-অনুগামী। ফ্লিন্টফের উদ্দেশ্যে তিনি লেখেন, প্রয়োজনের সময় সকলের বাবাকেই মনে পড়ে!
https://twitter.com/jhagaurav001/status/715220566639321093
প্রসঙ্গত, এর আগে বিরাট কোহলির সঙ্গে জো রুটের তুলনা টানায় ফ্লিন্টফকে টুইটারে একহাত নিয়েছিলেন বিগ বি।
টুইটারে ফের অমিতাভকে ‘টোপ’ ফ্লিন্টফের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2016 09:37 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -