বেঙ্গালুরু: কাল দশম আইপিএল-এর নিলাম। তার আগে ঘর গোছানোর জন্য ইতিমধ্যে দলগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ব্লুপ্রিন্ট তৈরির কাজ। বিশেষ করে কলকাতা নাইটরাইডার্সের। বেঙ্গালুরুতে দশম আইপিএল নিলামের আগে বেশ কয়েকজন নতুন বিদেশির দিকে নজর রয়েছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের। সঙ্গে নজরে একঝাঁক ভারতীয় ক্রিকেটারও।


দশম আইপিএল নিলামে নাইটরাইডার্স নিতে পারবে ১৪জন ক্রিকেটার। এর মধ্যে ৬ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। কেকেআর খরচ করতে পারবে ১৯.৭৫ কোটি টাকা। এই মূহূর্তে নাইট শিবিরে রয়েছেন ৩ জন বিদেশি। শাকিব আল হাসান, ক্রিস লিন ও সুনীল নারিন। বেশ কয়েকজন দেশি ও বিদেশি ক্রিকেটারের নাম বিভিন্ন বিভাগের জন্য ঘুরছে কেকেআর-এর ভাবনায়। বিদেশি অলরাউন্ডার হিসেবে নাইটদের ভাবনায় রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন ও কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল ও আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি।

বিদেশি ব্যাটসম্যান হিসেবে কেকেআরের নজরে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা ত্রিনিদাদ ও টোবাগোর নিকোলাস পুরান। বিদেশি পেসার হিসেবে কেকেআরের নজরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার রাবাদা ও ডোয়েন প্রিটোরিয়াস ও ইংল্যান্ডের টিমাল মিলস। বিদেশি স্পিনার হিসেবে ভাবনায় রয়েছেন দক্ষিণ আফ্রিকারই ইমরান তাহিরের নাম। ভারতীয় পেসার হিসেবে রয়েছে টি নটরাজন, অশ্বিন ক্রিস্ট ও মহম্মদ সিরাজের নাম। ভারতীয় অলরাউন্ডার হিসেবে নজরে ইরফান পাঠান।

নজরে থাকা ক্রিকেটারদের মধ্যে নেই বাংলার কোনও ক্রিকেটার।  কেকেআর কেমনভাবে দল সাজায়, তার দিকে সোমবার নজর থাকবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের।

অন্যদিকে, নিলামের ২৪ ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

এদিকে, প্রশাসক কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিসিসিআই-এর বরখাস্ত হওয়া আধিকারিকরা কাল নিলামে থাকতে পারবেন না। বিসিসিআই-এর পক্ষ থেকে থাকতে পারবেন শুধু সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুম্বই ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পিভি শেঠি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, সৌরভ নিলামে যাচ্ছেন না।