নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে সিরিজে নেই শাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ ভারতের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচের আগে বলেছেন, সমগ্র দলই শাকিবের পাশে রয়েছে। তিনি মনে করেন, শাকিবের মতো প্লেয়ার একদিনে তৈরি হয় না। কাজেই তাঁর পরিবর্ত হিসেবে কাউকে খুঁজে পাওয়া কঠিন।
উল্লেখ্য, আইসিসি-র দুর্নীতি-বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য শাকিবকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। অভিযোগ স্বীকার করে নেওয়ায় নির্বাসনের মেয়াদ এক বছর কমানো হয়েছে।
মাহমুদুল্লাহ বলেছেন, বাংলাদেশের হয়ে দুরন্ত পারফর্মার শাকিব। আমরা জানি, ও একটা ভুল করেছে। কিন্তু এটা অপরাধ নয়। আমরা সবাই এখন আগামীকালের ম্যাচের দিকেই মনোনিবেশ করেছি। কারণ, এই ম্যাচ তরুণদের মাঠে নেমে তাদের দক্ষতা তুলে ধরার বড় সুযোগ হয়ে উঠতে পারে।শাকিবের পরিবর্ত পাওয়া খুবই কঠিন। ওর মতো প্লেয়ার একদিনে হয় না।
শাকিব ও বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক মাশরফি মোতার্জার কাছ থেকে তিনি কী শিখেছেন, এই প্রশ্নের উত্তরে মাহমুদুল্লাহ বলেছেন, আমরা বেশ কিছুদিন একসঙ্গে খেলেছি। শাকিব দুর্দান্ত নেতা এবং উত্সাহ যোগানোর ক্ষেত্রে মাশরফিও দারুণ। আমি ওদের পথে এগিয়ে ভালো নেতা হওয়ার চেষ্টা করব। দলকে নেতৃত্বদানের একটা ভালো সুযোগ রয়েছে আমার সামনে। আমাদের দল হিসেবে খেলতে হবে এবং আমাদের দক্ষতা তুলে ধরতে হবে।
দিল্লিতে পরিবেশ দূষণ সংক্রান্ত উদ্বেগ সম্পর্কে মাহমুদুল্লাহ বলেছেন, বিষয়টি নিয়ে আমাদের ম্যানেজমেন্ট ও প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে। এই বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নজর খেলার দিকেই এবং আমরা ম্যাচ জিততে চাই।
শাকিবের অনুপস্থিতি নয়, খেলা নিয়েই ভাবছি, বললেন মাহমুদুল্লাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2019 05:14 PM (IST)
ভারতের বিরুদ্ধে সিরিজে নেই শাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ ভারতের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচের আগে বলেছেন, সমগ্র দলই শাকিবের পাশে রয়েছে। তিনি মনে করেন, শাকিবের মতো প্লেয়ার একদিনে তৈরি হয় না। কাজেই তাঁর পরিবর্ত হিসেবে কাউকে খুঁজে পাওয়া কঠিন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -