কোচি: বিশ্বকাপ ফুটবল বলে কথা। ফুটবল প্রেমী মানুষদের গন্তব্য এখন কাতার। সেখানেই বসতে চলেছে এই মেগা ইভেন্ট। এবার সেই আসরে অংশ নিতে কাতার পাড়ি দিচ্ছেন কেরলের এক মহিলা। নিজের চারচাকা নিয়েই কাতারের উদ্দেশে পাড়ি দিচ্ছেন তিনি। নাম নাজি নউসি। মাহেরের বাসিন্দা নাজি নিজের মাহিন্দ্রা থার নিয়ে পাড়ি দিচ্ছেন কাতার। পেশায় তিনি একজন ইউটিউবার, ব্লগার। ঘুরে বেড়াতে ভালবাসেন। স্বপ্ন সত্য়ি হওয়ার পথে, এমনই জানিয়েছেন নাজি।


কোয়েম্বাটুর থেকে মুম্বই পৌঁছেছিলেন নাজি। সেখানে থেকে জাহাজের মাধ্যমে ওমানে পৌঁছনোর পর সেখান থেকে স্থলপথেই নিজের গাড়ি নিয়ে কাতারের দিকে পাড়ি দেবেন। আমিরশাহি, বাহরিন, কুয়েত ও সৌদি আরব হয়ে কাতারে গিয়ে পৌঁছবেন নাজি। 


নাজি বলেন, ''আমার লক্ষ্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কাতারে পৌঁছে যাওয়া। ফাইনাল ম্যাচটি দেখতে চাই। আমি আর্জেন্তিনার ভক্ত। মেসিকে দারুণ লাগে আমার। অবশ্যই চাইব যে আমার পছন্দের প্লেয়ার ও পছন্দের দলই বিশ্বকাপ জিতুক।'' নাজি জানিয়েছেন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি কাতারে থাকবেন।


রোনাল্ডোর ক্ষোভ


এ মরসুমে নতুন কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) অধীনে শুরুটা ভাল না করলেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সময়টা কিন্তু বেশ ভালই যাচ্ছে। চলতি প্রিমিয়ার লিগ মরসুমে আর্সেনাল এবং লিভারপুলের বিরুদ্ধে আগেই জয় পেয়েছিল রেড ডেভিলসরা। এবার মাঝসপ্তাহের ম্যাচে টটেনহ্য়াম হটস্পারকেও ২-০ গোলে হারাল ম্যান ইউনাইটেড (Man United vs Spurs)। অবশ্য ম্যান ইউনাইটেড এদিন জিতলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) মাঠেই নামাননি না টেন হাগ। এরপর রোনাল্ডোর এক কর্মকাণ্ডকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।


টেন হাগ রোনাল্ডোকে প্রিমিয়ার লিগে খুব বেশি ম্যাচে প্রথম একাদশে রাখেননি। স্পার্সের বিরুদ্ধেও তাই রোনাল্ডো ইউনাইটেডের বেঞ্চে থাকায় কেউই খুব বেশি অবাক হননি। তবে দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে গা গরম করার নির্দেশ দেন টেন হাগ। সেইমতো রোনাল্ডোও নিজের প্রস্তুতি শুরু করে দেন। তবে প্রস্তুতি বৃথাই যায়। তাঁঁকে পরিবর্ত হিসাবে মাঠেই নামাননি টেন হাগ। এরপরেই রোনাল্ডোকে ম্যাচের শেষ বাঁশি বাজি বাজার আগেই ডাগ আউট থেকে উঠে গিয়ে ম্যান ইউনাইটেডের সাজঘরের দিকে যেতে দেখা যায়। এই নিয়েই যত জল্পনা-বিতর্ক।