লন্ডন: পেশাদার ফুটবলাররা যেভাবে বলে হেড দেন, তার ফলে তাঁদের মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকী, খেলা ছাড়ার পর তাঁদের স্মৃতিভ্রংশ পর্যন্ত হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গবেষকরা পাঁচজন পেশাদার ফুটবলার এবং একজন অপেশাদার ফুটবলারকে পরীক্ষা করে দেখেছেন, গড়ে ২৬ বছর খেলার পর ষাট বছর বয়সের পর এই ৬ ফুটবলারেরই স্মৃতিভ্রংশ হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক হিউ মরিস বলেছেন, ‘প্রাক্তন বক্সারদের মস্তিষ্কে যে ধরনের পরিবর্তন দেখা যায়, ফুটবলারদের মস্তিষ্কেও সেই একই বদল দেখা যাচ্ছে। এই প্রথম দেখা গেল, বেশ কয়েকজন খেলোয়াড় জীবনের শুরুতে মস্তিষ্কে আঘাত পাওয়ার পর বেশি বয়সে স্মৃতিভ্রংশের শিকার হয়েছেন।’ একটি জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে অবশ্য এ-ও বলা হয়েছে, ফুটবলের সঙ্গে সরাসরি স্মৃতিভ্রংশের প্রমাণ এখনও পাওয়া যায়নি। এর জন্য আরও গবেষণা প্রয়োজন।