রিও দে জেনেইরো: কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না। মৃত্যুশয্য়ায় পেলে (Pele)? হাসপাতালে মৃত্যু পথযাত্রীদের জন্য সংরক্ষিত বিশেষ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে ফুটবল সম্রাটকে!


এমনই দাবি ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যমের। ফোলহা দি সাও পাওলোর খবরে দাবি করা হয়েছে, ক্যান্সার আক্রান্ত পেলে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। চিকিৎসকেরাও কার্যত হাল ছেড়ে দিয়েছেন। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 'এন্ড অফ লাইফ কেয়ার'-এ। যেখানে সাধারণত মৃত্যুপথযাত্রীদের রাখা হয়। যাতে মৃত্যুর আগে তাঁদের কিছুটা অন্তত যন্ত্রণামুক্তি হয়।


ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের অভিযান চলছে। ট্রফি জয়ের অন্যতম দাবিদার নেমাররা। আর তার মাঝেই উদ্বেগ ফুটবলের সম্রাটকে নিয়ে। ফোলহা দি সাও পাওলোর খবর, পেলের আর কোনও পরীক্ষা বা চিকিৎসা করা হবে না। কারণ, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। মৃত্যুপথযাত্রীদের জন্য বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে পেলে-কে।


পেলেকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই উদ্বেগে ছিলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ভক্ত। তবে পেলে নিজে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছিলেন যে, উদ্বেগের কিছু নেই। আপাতত সুস্থ আছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পেলে জানিয়ে দেন যে, তিনি এই মুহূর্তে সুস্থ আছেন। কাউকে চিন্তা করতে নিষেধ করেছিলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে পেলে লিখেছিলেন, ''প্রতি মাসের নিয়ম মতোই এবারেও হাসপাতালে চিকিৎসা করতে এসেছি। তবে সকলে আমার সুস্থতা কামনা করেছেন, তা দেখে সত্যিই খুব ভাল লাগছে। সকলকে ধন্যবাদ জানাই।''


 




সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, পেলের শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়েছে। অ্যান্টিবায়োটিক চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল। পেলে-র মেয়ে কেলি নাসিমেন্তো জানিয়েছিলেন, তাঁর বাবার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে অনেক কিছু লেখা হলেও, আশঙ্কার কিছু নেই। নিয়মিত পরীক্ষার জন্য়ই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানিয়েছিলেন, নববর্ষে বাবার সঙ্গে ছবি তুলে পোস্ট করবেন।


যদিও ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যমের খবর সকলকে নতুন করে উদ্বেগে রাখল।


আরও পড়ুন: নক আউটের আগেই ফিট নেমার! প্র্যাক্টিস করতে দেখেই গর্জন গ্যালারিতে