প্যারিস: তাঁকে নিয়ে জোর জল্পনা চলছিল। আসন্ন মরসুমে কোথায় খেলতে দেখা যাবে করিম বেঞ্জেমাকে (Karim Benzema)? রিয়াল মাদ্রিদ ছেড়ে কোন ক্লাবে যোগ দেবেন ফরাসি তারকা?
জল্পনার অবসান হল। সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলবেন বেঞ্জেমা। বুধবার আনুষ্ঠানিকভাবে হয়ে গেল ঘোষণা। সৌদি প্রো লিগে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম করিম বেঞ্জেমা দ্বৈরথ অন্যতম আকর্ষণ হতে চলেছে।
শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথেই করিম বেঞ্জেমা হাঁটতে চলেছেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, সৌদির ক্লাবেই হয়ত খেলতে আগামী মরসুমে দেখা যাবে ফরাসি স্ট্রাইকারকে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। কানাঘুষো শোনা যাচ্ছিল যে, সৌদির ক্লাব আল ইত্তিহাদের জার্সিতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই ফুটবলারকে। জানা গিয়েছিল যে, বেঞ্জেমা তিন বছরের জন্য সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি করতে চলেছেন।
সেই জল্পনাতেই সিলমোহর পড়ে গেল। বুধবার আল ইত্তিহাদ ক্লাব সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল, বেঞ্জেমা আসন্ন মরসুমে তাদের হয়েই খেলবেন। তিন বছরের জন্যই ফরাসি তারকার সঙ্গে চুক্তি হয়েছে ক্লাবের। আল ইত্তিহাদের জার্সি হাতে বেঞ্জেমার ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ক্লাবের তরফে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। এক মরসুম খেলাও হয়ে গেল সিআর সেভেনের। পিএসজি ছেড়ে মেসিকেও সৌদির ক্লাব বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে বলে খবর। তবে আর্জেন্তাইন তারকা আদৌ সৌদির ক্লাবে যাবেন কি না তা ঠিক নেই। অনেকেই বলছেন, তিনি হয়ত বার্সাতেই ফিরতে পারেন আবার। এবার বেঞ্জেমাও সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ায় রোনাল্ডো বনাম বেঞ্জেমা দ্বৈরথের অপেক্ষা শুরু হয়ে গেল ফুটবলপ্রেমীদের।
রিয়ালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'রিয়াল মাদ্রিদে করিম বেঞ্জেমার কেরিয়ার হচ্ছে সুন্দর আচরণ ও পেশাদারির দারুণ উদাহরণ। তিনি ক্লাবের মূল্যবোধেরও প্রতিনিধি। করিম বেঞ্জেমা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। ক্লাবের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক। দারুণ কিছু মুহূর্ত রয়েছে। যা কোনওদিনও ভুলে যাওয়ার নয়। ক্লাব বরাবর কৃতজ্ঞ থাকবে এমন প্লেয়ারের প্রতি। এই কিংবদন্তি ফুটবলারকে রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানাচ্ছে আগামীর জন্য।'