বেঙ্গালুরু: তিনি শুধু গোল করাতেই দক্ষ নন, মন জিতে নিতেও যে সমান পারদর্শী, দেখিয়ে দিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।


ভারতের কিংবদন্তি ফুটবলার দেখা করলেন খুদে ভক্তের সঙ্গে। যে কি না আবার বিরল রোগের শিকার। মধুমেহ রোগে আক্রান্ত। মাত্র ১১ বছর বয়সে!


ভিভান প্রভু। বয়স ১১। কিন্তু জুভেনাইল ডায়াবিটিসে আক্রান্ত। ফুটবল অন্ত প্রাণ ভিভান সুনীল ছেত্রীর অন্ধ ভক্ত। ভারতীয় দল এখন বেঙ্গালুরুতে। সেখানে চলছে সাফ চ্যাম্পিয়নশিপ। সুনীল ছেত্রীকে কাছ থেকে দেখার এত বড় সুযোগ আর হয় নাকি!


যেমন ভাবা, তেমন কাজ। মাঠে পৌঁছে গিয়েছিল ভিভান। সুনীলের সঙ্গে দেখা করার আর্জি নিয়ে। ভারতীয় দলের প্র্যাক্টিসের ফাঁকে।


খুদে ভক্তকে হতাশ করেননি সুনীল। ভিভানের সঙ্গে দেখা করেন। কথা বলেন। খুদের সঙ্গে ফুটবলও খেলেন সুনীল। তারপর ভারতীয় দলের একটি জার্সি ও অটোগ্রাফ করা ফুটবল উপহার দেন ভিভানকে। বাংলার জামাইয়ের যে সৌজন্য মন জিতে নিয়েছে সকলের। পরে সর্বভারতীয় ফুটবল সংস্থা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।


 




এদিকে, ভারতের কোচ ইগর স্তিমাচের কড়া শাস্তিই বহাল রইল। দু'ম্যাচের জন্য নির্বাসিত হলেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপার। সঙ্গে মোটা অঙ্কের জরিমানা। ৫০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে স্তিমাচকে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (SAAF) সাধারন সচিব আনোয়ারুল হক বলেন, 'স্টিমাচকে দু-ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। প্রথম ম্যাচের ক্ষেত্রে তাঁর বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে যায়নি। তবে কুয়েত ম্যাচের বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে যায়। এই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে। কুয়েত ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেফারি এবং অফিসিয়ালদের অপ্রীতিকর কথাও বলেন স্টিমাচ।'


প্রথমে পাকিস্তান ম্যাচ। তারপর কুয়েত ম্যাচ। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে দু-দুবার লাল কার্ড দেখেছেন ভারতের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। শনিবার সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে মাঠে থাকতে পারবেন না তিনি, আগেই ঠিক ছিল। কিছুটা নমনীয় স্তিমাচও। তিনি দু পাতার চিঠি পাঠিয়েছিলেন নিঃশর্ত ক্ষমা চেয়ে (Indian Football Team)। সেই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ম্য়াচে মাঠে থাকার অনুমতিও চেয়েছিলেন তিনি। তবে স্তিমাচের আর্জি শোনা হল না তো বটেই, তাঁকে ফাইনালেও মাঠে থাকার অনুমতি দেওয়া হয়নি। হেড কোচের আচরণে ক্ষুুব্ধ সর্বভারতীয় ফুটবল সংস্থাও (AIFF)। সূত্রের খবর, বিতর্ক না বাড়ানোর জন্য কোচকে বার্তা দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial