রিয়াধ: স্প্যানিশ সুপার কাপ জয় রিয়াল মাদ্রিদের (real madrid)। রবিবার রাতে ফাইনালে তারা হারিয়ে দিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো বিলবাওকে (Athletic Bilbao)। ২-০ গোলে হারিয়ে খেতাব ঘরে তুলল লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে গোল করেন লুকা মদ্রিচ ও করিম বেঞ্জেমা। 


এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রিয়ালের ফুটবলাররা। বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিচ্ছিলেন তারা। খাতায় কলমে এগিয়ে থাকলেও কার্লোস আনসেলোত্তি কোনোরকম রিস্ক নেননি। তাই শুরু থেকেই নিজের সর্বশক্তি সিয়ে ঝাঁপানোর সিদ্ধান্ত নেন। মাঝমাঠকে নেতৃত্ব দিচ্ছিলেন মদ্রিচ ও টনি ক্রুজ। আর আক্রমণভাগ সামলাচ্ছিলেন জুনিয়র, রড্রিগো এবং করিম বেঞ্জেমা। 


সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে খেলার প্রথম গোল আসে ৩৮ মিনিটের মাথায়। রড্রিগোর পাস থেকে দলকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। বক্সে ছিলেন মদ্রিচ। তাঁকে পাস দেন রড্রিগো। ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার মদ্রিচ চলন্ত বলে গোল করেন।


দ্বিতীয় অর্ধেও আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে নেয় রিয়াল। খেলা শুরুর ৫০ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলবাওয়ের ইরে আলভারেজ ৫০ মিনিটে নিজেদের বক্সে ফাউল করেন টনি ক্রুসকে। পেনাল্টি থেকে গোল করতে সুযোগ নষ্ট করেননি বেঞ্জেমা। লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ কোচ এই স্প্যানিশ সুপার কাপে খেতাব জয় নিয়ে বলেছেন, "এই সাফল্য অনুপ্রেরণা দেবে আগামীতেও সাফল্যের ধারা বজায় রাখতে। তবে আমাদের খুব বেশি সময় নেই এই সাফল্য নিয়ে চিন্তা ভাবনা করার। কারণ আরও একটি প্রতিযোগীতা আসছে।"


ম্যাচের শেষের দিকে রিয়াল মাদ্রিদের মিলিতাও লাল কার্ড দেখেন। কিন্তু ১০ জনের রিয়ালকে পেয়েও কোনও সুবিধা করতে পারেনি গত বারের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, গত বছর এই খেতাব জিতেছিল অ্যাথলেটিকো বিলবাও। কিন্তু এবার আর তা ধরে রাখতে পারল না তারা। মোট ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল।