আবির দত্ত, কলকাতা: বিশ্বকাপ ফুটবলের (football world cup) আসর বসেছে কাতারে (qatar)। আর কাতার থেকে ৩ হাজার ৭৭৬ কিলোমিটার দূরে কলকাতায় (kolkata) সক্রিয় বেটিং চক্র (betting)। ভারতীয়দের যতই উত্‍সাহ থাক, বিশ্বকাপ ফুটবলের আসরে ভারত নেই। তবু সেই বিশ্বকাপ ফুটবল নিয়েই কি এই শহরে বলে বেটিং চক্র চালানো হচ্ছিল? প্রশ্ন উঠছে। কারণ, এই অভিযোগে ২ জনকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ। 


কী জানা গেল?
বিশ্বকাপ ফুটবল চলাকালীন শহরে বেটিং হচ্ছে কি না, সে দিকে নজর রাখছিল পুলিশ। এরই মধ্যে শেক্সপিয়র সরণি থানার কাছে বেটিং চক্র সম্পর্কে গোপন সূত্রে খবর আসে। এরপরই পুলিশ একটি বারে হানা দিয়ে গ্রেফতার করে ২ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আশিস ও আনন্দ আগরওয়াল। তাঁরা হাওড়ার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময় বেটিং চক্র চালানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ডে ভারতীয় দলের ম্যাচ নিয়েও বেটিংয়ের অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।  বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচে অভিযুক্তরা বেটিং করেছে কি না? করে থাকলে কোন ম্যাচে করেছে? শহরের আর কোথাও তাঁদের কোনও সঙ্গী রয়েছে কি না, এ সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 


ভেসে থাকল জার্মানি...
এদিকে গত কালকের ম্য়াচে মাপা শুরুর পর ঝোড়ো প্রান্তবদলে একের পর এক আক্রমণ। ট্যাকটিক্যাল দুরন্ত এক লড়াই শেষ পর্যন্ত থামল অমীমাংসিতভাবে। আর শেষপর্বের গোলে স্পেনকে রুখে দিয়ে আপাতত বিশ্বকাপে ভেসে রইল জার্মানি। স্পেন-জার্মানি ম্যাচ শেষ হল ১-১ গোলে। গ্রুপ- ই-র হাই প্রোফাইল ম্যাচের গতি যেদিকে বইছিল, তাতে একসময় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। হ্যান্সি ফ্লিকের দলকে কাতারে টিকিয়ে রাখল পরিবর্ত হিসেবে নামা নিকলাস ফুলকার্গের খেলার ৮৩ মিনিটে করা গোল। খেলার ৬২ মিনিটে পরিবর্ত হিসেবে নামা আলভারো মোরাতা স্পেনের গোলদাতা। জার্মানির গোলদাতা ফুলকার্গ ছাড়াও পরিবর্ত হিসেবে নামা লেরয় সানে, অ্যান্টোনিও রুডিগার নজর কেড়েছেন। পাশাপাশি বলতেই হবে আরেকজনের কথা। জামাল মুশিয়ালা। জার্মানির এই তরুণ তুর্কি কার্যত মাঝমাঠে দাপট দেখালেন। মুশিয়ালার সঙ্গে স্পেনের অপর দুই তরুণ তুর্কি পেড্রি ও গাভির মাঝমাঠের লড়াই হয়ে রইল ম্যাচের উপজীব্য। 


আরও পড়ুনl:'আইসি ও বিধায়কের পরিকল্পনায় হামলা' বিস্ফোরক দাবি ডোমকলের আক্রান্ত তৃণমূল নেতার, গ্রেফতার ২