কলকাতা: গতকালই শেষ হয়েছে ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) আসর। এশিয়ার সবথেকে পুরনো টুর্নামেন্ট ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-৬ স্কোরলাইনে পরাজিত হয় ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। তবে ফাইনালে পরাজিত হলেও নিজেদের পারফরম্যান্সে অনেকেরই প্রশংসা কুড়িয়ে নেন জবি জাস্টিনরা। এবার দলের হারের পর প্রথমবার মুখ খুললেন ক্লাব সভাপতি তথা তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।

এই প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই ইস্টবেঙ্গল, জামশেদপুরের মতো দলগুলিকে হারিয়ে ফাইনালে পৌঁছয় ডায়মন্ড হারবার। দলের এই সাফল্য গর্বিত অভিষেক। ডায়মন্ড হারবারের সাফল্য বাংলার সাফল্যে হিসাবেই দাবি করে অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বাংলা গতকাল আমাদের গর্বিত করেছে। ডায়মন্ড হারবার প্রথম ডুরান্ড কাপে নেমেই লড়াই করে ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, যা এর আগে অভিষেক ঘটানো কোনও দল করতে পারেনি। স্ট্যান্ডে আপনাদের ভালবাসা, সমর্থনের জোরেই এটা সম্ভব হয়েছে। আপনারাই আমাদের দলের ছেলেদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। হ্যাঁ, আমরা খেতাব জিততে পারিনি, তবে ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করেছে।'

এরপরে নাগাড়ে দ্বিতীয়বার ডুরান্ড কাপ জয়ের জন্য নর্থইস্ট ইউনাইটেডকে অভিবাদন জানান অভিষেক। গত মরশুমে প্রমোশন পাওয়ার আসন্ন আই লিগে বাংলার একমাত্র দল হিসাবে মাঠে নামা ডায়মন্ড হারবার এফসির হয়ে গলা ফাটানোর আহ্বানও জানান ক্লাব সভাপতি। পাশাপাশি তিনি সকলের উদ্দেশে দলের তরফে একটি প্রতিজ্ঞাও করেন।

'আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা এর থেকে শিক্ষা নেব, উন্নতি করব এবং আরও শক্তিশালী হয়ে ফিরব। আরও তীক্ষ্ণ, মজবুত ও সাফল্যের খিদে নিয়ে মাঠে নামব। প্রতিটি দুর্বলতা শক্তিশালী পক্ষে রূপান্তরিত হবে। প্রতিটি হতাশা আমাদের কামব্যাকের পথ প্রশস্থ করবে। বাংলাকে এই সফরের অভিজ্ঞতা লাভ করতে দেওয়ার জন্য আমাদের দলের সকল খেলোয়াড়, কোচ কিবু ভিখুনা এবং স্কোয়াডের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সমর্থকদের বলব, আমরা ভবিষ্যতেও একসঙ্গে ইতিহাস গড়ব।' লেখেন অভিষেক বন্দোপাধ্যায়।

 

এরপর জবি জাস্টিনরা আসন্ন আই লিগে কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয় হতে চলেছে।