মায়ামি: কোপা আমেরিকার (Copa America Final) ফাইনালে বিশেষ আকর্ষণ হাজির করছে কনমেবল। যাঁরা শুধু লিওনেল মেসির (Lionel Messi) ফুটবল দক্ষতা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাঁদের জন্য বিশেষ চমক অপেক্ষা করে রয়েছে আর্জেন্তিনা বনাম কলম্বিয়া (Argentina vs Colombia) কোপা ফাইনালে।


কারণ, কোপা আমেরিকার ফাইনালে বিরতির সময় পারফর্ম করবেন পপ কুইন শাকিরা। ভারতীয় সময় ১৫ জুলাই, সোমবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ। রেকর্ড সংখ্যক কোপা জয়ের লক্ষ্যে নামবে আর্জেন্তিনা। কারণ, আর্জেন্তিনা ও উরুগুয়ে - দুই দেশই ১৫ বার করে কোপা আমেরিকা জিতেছে। আর্জেন্তিনা সোমবার ভোরে জিতলে সবচেয়ে বেশিবারের জন্য কোপা চ্যাম্পিয়ন হবে লা আলবিসেলেস্তেরা।


আর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের বিরতির সময় পারফর্ম করবেন পপস্টার শাকিরা। যিনি আবার কলম্বিয়ার নাগরিক। ওয়াকা ওয়াকার ছন্দে ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপে ঝড় তুলেছিলেন। তাঁর সঙ্গে স্পেনের ফুটবলার পিকের প্রেম, বিয়ে ছিল রূপকথার মতো। তবে পরে সেই সম্পর্কের ছন্দপতন হয়। যদিও ফুটবল মাঠে শাকিরার আকর্ষণ কমেনি। বরং কোপা ফাইনাল আরও হাইভোল্টেজ হয়ে উঠেছে শাকিরার জন্যই।


ম্যাচে অবশ্য ভাগ্যপরীক্ষা খোদ শাকিরার দেশের। কারণ, আর্জেন্তিনা ও ট্রফির মাঝে দাঁড়িয়ে রয়েছে কলম্বিয়া। তিনবারের গ্র্যামি পুরস্কার বিজয়ী শাকিরাও জানেন যে, ফাইনালে তাঁর দেশ কলম্বিয়ার লড়াইটা সহজ হবে না।


মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৫৪ হাজার দর্শকাসন পুরোটাই ভরে যাওয়ার কথা। কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিনগেজ় (Alejandro Domínguez) জানিয়েছেন, বিশ্বব্যাপী শাকিরার যা জনপ্রিয়তা, তা কোপা আমেরিকার ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই তাঁদের বিশ্বাস। তিনি বলেছেন, 'শাকিরা দক্ষিণ আমেরিকার অবিশ্বাস্য এক তারকা। যিনি গোটা পৃথিবীকে সুরের ছন্দে মাতিয়ে রেখেছেন। বিশ্বের প্রত্যেক কোণায় তাঁর গান সকলে গায়, কোমর দোলায়। শাকিরার জনপ্রিয়তা কোনও সীমানা মানে না। আমি নিশ্চিত যে, খেলাধুলোর মাধ্যমে যে একতার বার্তা দেওয়া যায়, সেটা শাকিরার পারফরম্যান্স প্রমাণ করে দেবে।'


ওয়াকা ওয়াকা থেকে হিপস ডোন্ট লাই, হোয়েনএভার, হোয়ারএভার - একের পর এক কালজয়ী গান দর্শকদের উপহার দিয়েছেন শাকিরা। 


আরও পড়ুন: রেসিং দল কিনলেন সৌরভ, গোটা দেশে সেরার শিরোপা ছিনিয়ে নিতে তৈরি কলকাতা রয়্যাল টাইগার্স



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।