মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli)। ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যদিও কেন বিরাট বেন স্টোকসদের বিরুদ্ধে খেলবেন না, তা জানায়নি বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়।
যদিও তাতে কৌতূহল থামছে না। তাহলে কি অনুষ্কা শর্মার সন্তানসম্ভবা হওয়ার খবর সঠিক? সন্তান জন্মের সময় অনুষ্কার পাশে থাকবেন বলেই কি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি?
ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, কোহলি বোর্ডের কাছে প্রথম দুই টেস্টে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুর করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।'
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, কোহলির এই সিদ্ধান্তকে সম্মান করা হচ্ছে। পাশাপাশি জানানো হয়েছে, কোহলি না থাকলেও দলের বাকিদের দক্ষতায় আস্থা রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে বোর্ডের বিবৃতিতে। টেস্ট সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্সে এর কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছে বোর্ড।
তবে কী কারণে ছুটি নিয়েছেন কোহলি, সে ব্যাপারে বোর্ডের তরফে খোলসা করে কিছু বলা হয়নি। বোর্ড থেকে শুধু বলা হয়েছে, কোহলির ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান করা হয়। এ ব্যাপারে সংবাদমাধ্যম ও সমর্থকদের কাছে আবেদনও করেছে বোর্ড। কোনওরকম জল্পনা না করতেও অনুরোধ করা হয়েছে। কোহলির পরিবর্ত কে হবেন, সেটাও বোর্ড থেকে দ্রুত জানানো হবে।
আরও পড়ুন: সিরিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্টের জন্য সর্বস্ব নিংড়ে দেব, শপথ সুরেশের, শেষ ষোলোয় ওঠা সম্ভব?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে