কলকাতা: মরশুমের শুরুতেই তাঁকে দলে নেওয়া নিয়ে দড়ি টানাটানি শুরু হয় কলকাতার দুই প্রধানের মধ্যে। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Supr Giant) সঙ্গে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে (East Bengl) যোগ দেন আনোয়ার আলি (Anwar Ali)। তবে এই ঘটনায় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয় সবুজ মেরুন। দীর্ঘদিন বিচার বিবেচনাল করে শেষমেশ পিএসসির তরফে আনোয়ারকে আজ চার মাসের জন্য নির্বাসিত করা হল।


দিল্লি এফসি থেকে গত মরশুমে প্রাথমিকাবে চার বছরের লোন চুক্তিতে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আনোয়াক। তবে তারকা ডিফেন্ডার মরশুমের শুরুতে চুক্তি ভঙ্গ করে দিল্লিতে ফেরেন। ঠিক চুক্তিভঙ্গের একদিন পর, ১০ জুলাই ইস্টবেঙ্গলে সই করেন আনোয়ার। মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গকে পিএসসি প্রাথমিকভাবে অন্যায্য দাবি করলেও, ১১ অগাস্ট আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। ফলে লাল হলুদে আনোয়ার সই করতে পারেন। তবে মামলা কিন্তু অব্যাহতই ছিল। ২২ অগাস্ট সব পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শুনে শেষমেশ আজ কমিটির তরফে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।


একাধিক রিপোর্ট অনুযায়ী পিএসসির তরফে আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। পাশাপাশি মোহনবাগানকে প্রায় ১৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে মোহনবাগানের সঙ্গে সময়ের আগে অন্যায্যভাবে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ বাবদ ৮.৪ কোটি টাকা, মোহনবাগানের লোন ফি বাবদ দেওয়া দুই কোটি টাকা, পাশাপাশি ক্লাবের এর জেরে ক্ষতি এবং বাকি অন্যান্য কারণে আরও আড়াই কোটি টাকা দেওয়া হতে পারে। এই টাকা কে বা কারা দেবেন, সেই নিয়েও রয়েছে ধন্ধ। খবর অনুযায়ী আনোয়ারের চুক্তির সময়ই নাকি জানানো হয়েছিল জরিমানা হলে তা ইস্টবেঙ্গল এবং ফুটবলারকেই দিতে হবে। তবে এর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা।


শোনা যাচ্ছে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের ওপর পরবর্তী দুই ট্রান্সফার উইন্ডোর জন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। অর্থাৎ পরের দুই উইন্ডোতে আর কোনও খেলোয়াড় নিতে পারবে না দিল্লি ও লাল হলুদ। তবে এই ঘটনা যে এত দ্রুত সমাধান হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। বর্তমানে যা পরিস্থিতি, তাতে ঘটনার সমাধানের ফেডারেশনের আপিল কমিটির দ্বারস্থ হতে পারেন আনোয়াররা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: লক্ষ্য আজীবন মোহনবাগানে থাকা, সবুজ মেরুনের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন গোলকিপার বিশাল কায়েথ