মায়ামি: চোখের জলে যখন মাঠ ছাড়ছেন লিওনেল মেসি (Lionel Messi), গোটা মাঠ শোকস্তব্ধ। দেখে কে বলবে যে, ম্যাচের ফল তখনও গোলশূন্য। যেন হেরেই গিয়েছে আর্জেন্তিনা।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন লউতারো মার্তিনেজ় (Lautaro Martinez)। সোমবার কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালের আগে পর্যন্ত চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। তবে সেমিফাইনালের পর ফাইনালেও আর্জেন্তিনা মেসির সঙ্গে অ্যাঙ্খেল দি মারিয়া ও হুলিয়ান আলভারেজ়কে দিয়ে শুরু করায় সুযোগের অপেক্ষায় ছিলেন।
সুযোগ পেয়েই তা কাজে লাগালেন মার্তিনেজ়। নির্ধারিত সময় ম্যাচে কোনও গোল না হওয়ায় ফয়সালার জন্য গড়াল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য গোল করে দলকে জেতালেন মার্তিনেজ়। ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। রেকর্ড সংখ্যক ১৬তম খেতাব। উরুগুয়েকে ছাপিয়ে সবচেয়ে বেশিবার কোপা চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল আর্জেন্তিনা। ম্যাচের শেষে মেসির মুখে হাজার ওয়াটের হাসি।
লামিন ইয়ামাল আগেই বলে রেখেছিলেন, স্পেন ইউরো কাপ জিতলে ও আর্জেন্তিনা কোপা চ্যাম্পিয়ন হলে ফাইনালিসিমতে প্রিয় নায়ক মেসির বিরুদ্ধে খেলতে পারবেন। রবিবার ভারতীয় সময় গভীর রাতে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় শেষ হওয়া ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। স্পেনের বিস্ময় তরুণ ইয়ামালের মতো গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরাও এখন থেকেই ইউরো চ্যাম্পিয়ন ও কোপা জয়ীদের সেই দ্বৈরথের অপেক্ষা শুরু করে দিয়েছেন।
সোমবার ম্যাচের শুরু থেকেই নাটক। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে টিকিট ছাড়াই মাঠে ঢোকার জন্য এমন মানুষের ঢল নামে যে, ম্য়াচ প্রায় দেড় ঘণ্টা পিছিয়ে দিতে হয়। ভারতীয় সময় সকাল ৬.৫০ নাগাদ শুরু হয় ম্যাচ। আর কিক অফের পর থেকেই কলম্বিয়া বুঝিয়ে দেয়, বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী তারা ছাড়বে না। বারবার ভয়ঙ্কর সব আক্রমণ তুলে আলে আর্জেন্তিনা বক্সে। অবিশ্বাস্য ক্ষিপ্র গতিতে। আর্জেন্তিনার ফুটবলাররা তখন খেই পাচ্ছেন না। তবে পরে ধীরে ধীরে ম্যাচে ফেরে নীল-সাদা শিবির। বলের দখল বাড়ায়। একের পর এক আক্রমণ ঢেউয়ের মতো আছড়ে পড়ে কলম্বিয়া বক্সে। তবে কোনও পক্ষই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। আর্জেন্তিনার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তারই মাঝে চোট পেয়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় মেসিকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
আর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জিওভানি লো সেলসোর পাস ধরে দুরন্ত গতিতে কলম্বিয়া বক্সে ঢুকে গোলার মতো শটে গোল করেন মার্তিনেজ়।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।