মায়ামি: ইতিহাসের সামনে দাঁড়িয়ে আর্জেন্তিনা (Argentina vs Colombia)। ইতিহাসের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসিও (Lionel Messi)।
ভারতীয় সময় সোমবার ভোর ৫.৩০-এ কোপা আমেরিকার (Copa America 2024) ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা ও কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হলে ইতিহাস গড়বে আর্জেন্তিনা। রেকর্ড ১৬ বার কোপা চ্যাম্পিয়ন হবে নীল-সাদা শিবির। যে নজির আর কোনও দেশের নেই। উরুগুয়েকে ছাপিয়ে যাবে আর্জেন্তিনা। আপাতত দুই দেশই ১৫ বার করে কোপা আমেরিকা জিতেছে।
ফাইনাল ম্যাচ হবে মেসির কেরিয়ারেও এক অনন্য মাইলফলক। কারণ, এই ম্য়াচ আন্তর্জাতিক মঞ্চে মেসির সপ্তম ফাইনাল। দেশের জার্সিতে এতগুলি ফাইনাল খেলেননি আর কোনও ফুটবলার। যা স্মরণীয় কীর্তি হিসাবে থেকে যাবে ফুটবলের ইতিহাসে।
ভারতীয় সময় রবিবার মাঝরাতে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন। গতবারের মতো এবারও ইউরোপ সেরাদের সঙ্গে কোপা চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখা যাবে ফাইনালিসিমায়। সেই ম্য়াচে প্রিয় নায়কের বিরুদ্ধে নামতে মুখিয়ে রয়েছেন স্পেনের লামিন ইয়ামাল (Lamine Yamal)। স্পেন রবিবার রাতে ইউরো চ্যাম্পিয়ন হলে আর সোমবার ভোরে আর্জেন্তিনা কোপা জিতলে যে ফাইনালিসিমায় ২ দল মুখোমুখি হবে! ইয়ামাল যেন ধরেই নিয়েছেন যে, কোপা চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্তিনাই। অন্যদিকে স্পেন জেতা মানে ফাইনালিসিমায় আদর্শ মেসি বনাম ভক্ত ইয়ামালের লড়াই।
৪৮ বারের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা হচ্ছে দক্ষিণ আমেরিকার বাইরে। এবারের টুর্নামেন্টের আয়োজক আমেরিকা। এবারের টুর্নামেন্টে চার গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে সকলের আগে আর্জেন্তিনার লউতারো মার্তিনেজ়।
কোপা আমেরিকার নক আউট পর্বে সেমিফাইনাল পর্যন্ত কোনও ম্যাচেই অতিরিক্ত সময় ছিল না। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হচ্ছিল। তবে ফাইনালে অতিরিক্ত সময় থাকছে।
ভারতীয় ফুটবলপ্রেমীরা অনেকেই মুখিয়ে রয়েছেন এটা জানতে যে, কোপা ফাইনাল কি টিভিতে বা মোবাইল ফোনে দেখা যাবে? কোপা আমেরিকার কোনও ম্যাচই ভারতে সম্প্রচার হয়নি। ফাইনালের ক্ষেত্রেও সরাসরি টিভিতে ম্যাচ দেখার উপায় নেই। তবে ফক্স স্পোর্টসের মতো ভিনদেশি যে সমস্ত চ্যানেলে কোপার ম্যাচ দেখানো হচ্ছে অন্যত্র, সংশ্লিষ্ট ভিপিএন মারফত তাদের স্ট্রিমিং দেখতে পারবেন ভারতীয় ফুটবলপ্রেমীরাও।
আরও পড়ুন: টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে ভাগ্যপরীক্ষা মেসিদের, জিতলে ইতিহাস
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।