মায়ামি: তৈরি মায়ামির হার্ড রক স্টেডিয়াম। ভারতীয় সময়ে রাত পোহালেই যে মাঠে কোপা আমেরিকার (Copa America 2024) ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina vs Colombia)। দেশের জার্সিতে টানা চারটি আন্তর্জাতিক ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি (Lionel Messi)। কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপের পর ফের এক কোপা আমেরিকা খেতাব জয়ের হাতছানি। সেই সঙ্গে জিতলে ইতিহাসও গড়বে আর্জেন্তিনা। মোট ১৬ বার কোপা চ্যাম্পিয়ন হয়ে ছাপিয়ে যাবে উরুগুয়েকে।
আর্জেন্তিনা বিশ্বের এক নম্বর দল। যদিও কলম্বিয়া উড়িয়ে দেওয়ার মতো নয়। দুই দেশ এখনও পর্যন্ত ৪৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তাতে ২৬ ম্যাচে জিতেছে আর্জেন্তিনা। কলম্বিয়া জিতেছে ৯ ম্যাচে। ৮টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। ২০২১ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। তাতে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ শেষ হয়েছিল। পরে টাইব্রেকারে কলম্বিয়াকে হারায় আর্জেন্তিনা। সেই জয়ের নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ়। ফাইনালে ব্রাজ়িলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। অন্যদিকে কলম্বিয়া শেষ কোপা আমেরিকা জিতেছে ২০০১ সালে। তবে ২০১৯ সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বে ২-০ গোলে আর্জেন্তিনাকে হারিয়েছিল কলম্বিয়া। সেটাই আর্জেন্তিনার বিরুদ্ধে তাদের শেষ জয়।
কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিবার ফাইনালে খেলা দল আর্জেন্তিনা। এ নিয়ে ৩০টি ফাইনালে খেলছে তারা। এবারের টুর্নামেন্টে লিওনেল স্কালোনির প্রশিক্ষণাধীন দল অপরাজিত। সব ম্যাচ জিতে পৌঁছেছে ফাইনালে। গ্রুপ পর্বের ম্যাচে কানাডা, চিলি ও পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। সেখানে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে পৌঁছয় সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে কানাডাকে ২-০ গোলে হারায় লা আলবিসেলেস্তেরা।
🏆 #CopaAmérica
🗓 Final
⚽ @Argentina 🇦🇷 🆚 #Colombia 🇨🇴
⏲ 21.00
👨⚖️ Raphael Claus (Brasil)
🏟 Hard Rock Stadium, Miami
📝 https://t.co/7kFdCKozgk#OtraVezJuntos 🩵🤍🩵 pic.twitter.com/9fFfgUBh3S
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) July 14, 2024
অন্যদিকে, টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। তাদের কোচ আর্জেন্তিনারই নেস্টর লোরেঞ্জো। যিনি আর্জেন্তিনা ফুটবলের হাল হকিকত জানেন। তাই মেসিদের কাজ সহজ হবে না ফাইনালে। ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও কোস্তা রিকাকে হারিয়েছে কলম্বিয়া। আটকে দিয়েছে ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে হারান হামেজ রদ্রিগেজ়রা। সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে তৃতীয়বারের জন্য কোপা ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া।
আরও পড়ুন: মেসিদের ফাইনাল ম্যাচের বিরতিতে থাকছে চমক, পারফর্ম করবেন বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।