বুয়েনস আয়ার্স: পানামার বিরুদ্ধে দুরন্ত ফ্রি-কিক, কেরিয়ারের ৮০০ তম গোলের মাইলস্টোন ছুঁলেন মেসি  (Lionel Messi)। গত বছর ডিসেম্বরে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। প্রথমবার অধিনায়ক হিসেবে বিশ্বজয়। তারপর ক্লাব ফুটবলে নামলেও দেশের জার্সিতে এটাই ছিল মেসির প্রথম ম্যাচ। আর প্রথম ম্য়াচেই নজির গড়লেন লিও। আন্তর্জাতিক ফ্রেইন্ডলি ম্যাচে পানামাকে (Argentina vs Panama) হারিয়ে দেয় আর্জেন্তিনা (Argentina)। 


পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৮৯ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মেসি। পিএসজির হয়ে এর আগে নিজের ৭৯৯ তম গোলটি করেছিলেন আর্জেন্তাইন ফুটবল সম্রাট। মেসির সামনে এখন শুধুই রোনাল্ডো রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮৩০ গোল। ২০২১ সালে নিজের আটশোতম গোল করেছিলেন রোনাল্ডো। মেসির সামনে সুযোগ থাকবে সি আর সেভেনকে টপকে যাওয়ার। 


রোনাল্ডোও নজির গড়লেন 


পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো ২০২৪ এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে লেইচেনস্টাইনের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। সেই ম্যাচেই কেরিয়ারের ১৯৭ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন সি আর সেভেন। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে একটি গোলও করেন রোনাল্ডো। 


এর আগে কাতার বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ মেলেনি রোনাল্ডোর। পরে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামলেও তা হিসেবের আওতায় আনা হয়না। ফলত দেশের জার্সিতে প্রথম একাদশেই একবারে খেলতে নেমে এবার নজির গড়লেন রোনাল্ডো। নিজেই সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, ''রেকর্ডই আমার মোটিভেশন। আমি ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হতে চাই। এটা আমাকে গর্বিত করবে। কিন্তু এটা এখানেই থেমে থাকে না, আমি এখনও চাই আমায় ডাকা হোক খেলার জন্য।''


 






উল্লেখ্য, ২০০৩ সালে প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনাল্ডোর। কাতার বিশ্বকাপে গোল করার সঙ্গে সঙ্গে পরপর পাঁচটি বিশ্বকাপের মঞ্চে গোল করার নজির গড়েছিলেন রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলে হারতে হয়েছিল পর্তুগালকে। এরপরই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। আল নাসেরের হয়ে ১০ ম্যাচে ৯ গোল করেছেন সি আর সেভেন।