ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগের এ মরশুমের (Premier League 2024-25) খেতাব জয়ের দুই বড় দাবিদার রবিবাসরীয় সন্ধেতে একে অপরের মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টারে। সেই কারণেই এতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনালের (Arsenal vs Manchester City) ম্যাচের দিকে আরও বেশি করে নজর রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। লড়াই শেষে বলতেই হবে, তাঁরা হতাশ হলেন না। ম্যাচে অনবদ্য় গোল, ঝাঁঝালো আক্রমণ থেকে লাল কার্ড সবই দেখা গেল। 


প্রিমিয়ার লিগে ম্যান সিটির ম্যাচে আরলিং হালান্ডের (Erling Haaland) গোল করা এখন কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নরওয়ের তারকা স্ট্রাইকারের গোলেই ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল। স্যাভিনহোর দুরন্ত স্কিলের পর বল পায়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি হালান্ড। সিটিজ়েনদের হয়ে এটি হালান্ডের শততম গোল ছিল। এক ক্লাবের হয়ে সবথেকে কম, মাত্র ১০৫ ম্যাচে ১০০ গোল করার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (রিয়াল মাদ্রিদের হয়ে) রেকর্ডে ভাগ বসালেন হালান্ড। তবে সেই লিড দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।


আর্সেনালের নতুন ফুটবলার রিকার্ডো ক্যালিফিউরি ম্যাচের ২২ মিনিটেই এক অবিশ্বাস্য গোলে গানার্সদের হয়ে সমতা ফেরান। এরপরেই গ্যাব্রিয়েলের সামনে কর্নার থেকে আর্সেনালকে এগিয়ে দেওয়ার বড় সুযোগ আসে। সে যাত্রায় তিনি সেই সুযোগ হাতছাড়া করলেও, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফের সুযোগ পেয়ে তা ছাড়েননি তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলে লিড নিয়ে নেয় আর্সেনাল। তবে লন্ডনের ক্লাবটির চাপ বাড়ে প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে। স্টপেজ টাইমে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিয়ান্দ্রো ট্রসার্ড।


ম্যান সিটির মতো দলের বিরুদ্ধে গোটা একটা অর্ধ একজন কম নিয়ে খেলা, কাজটা মিকেল আর্টেটার দলের জন্য একেবারেই সহজ ছিল না। গোলের খোঁজো মুর্হমুহু আক্রমণ শানায় সিটি। তবে বারংবার অনবদ্য ফর্মে থাকা আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া গত বারের চ্যাম্পিয়নদের প্রতিহত করছিলেন। মনেই হচ্ছিল সিটিকে হয়তো ঘরের মাঠেই হারতে হবে। তবে ঠিক শেষ লগ্নে জ্যাক গ্রিলিশের শর্ট কর্নার থেকে দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে কোনওক্রমে বল পেয়ে যান জন স্টোনস। রায়া এক্ষেত্রে মরিয়া চেষ্টা করেও গোল রুখতে পারেননি। ম্যাচ ২-২ ড্রয়ে শেষ হয়।


ম্যান সিটি-আর্সেনালের এই ম্যাচ ড্র হওয়ায় প্রিমিয়ার লিগে আর কোনও ক্লাবেরই ১০০ শতাংশ জয়ের রেকর্ড রইল না। তবে ম্যান সিটি পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে এখনও লিগশীর্ষেই রইল। অপরদিকে, ১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল আর্সেনাল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ম্যাচে লিড নিয়েও ফের হতাশা, কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের