প্যারিস: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হল। ফ্রান্স ফুটবলের বিচারে বর্ষসেরা ফুটবলার হিসাবে ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতলেন রদ্রি (Rodri)। তৃতীয় স্প্যানিয়ার্ড তথা ম্যাঞ্চেস্টার সিটির প্রথম খেলোয়াড় হিসাবে এই পুরস্কার উঠল তারকা মিডফিল্ডারের হাতে। অপরদিকে, রদ্রি ইউরোজয়ী সতীর্থ সেরা তরুণ ফুটবলার হিসাবে কোপা ট্রফি জিতলেন।


নাগাড়ে দ্বিতীয়বার মহিলাদের বর্ষসেরা ফুটবলার হলেন আইতানা বোনমাতি। পোডিয়ামে থাকা তিন খেলোয়াড়ই বার্সালোনার হয়ে খেলেন। তাই কাতালান ক্লাবটি মহিলাদের বর্ষসেরা ক্লাব নির্বাচিত হওয়ায় কেউই সম্ভবত অবাক হবেন না। এমা হেইস মহিলাদের সেরা কোচ হলেন। অপরদিকে, ভিনিসিয়াস জুনিয়র (Vinicius JR) সেরা ফুটবলার হওয়ার দৌড়ে দ্বিতীয় হলেও, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তি বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন আর বর্ষসেরা ক্লাবও নির্বাচিত হয় লস ব্লাঙ্কোসই।


কিন্তু ভিনিসিয়াস নয়, রদ্রিই যে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হবেন, তা আগেভাগেই জানা গিয়েছিল। সেই কারণেই খবর প্রতিবাদে ব্যালন ডি'অর পুরস্কার মঞ্চে রিয়াল মাদ্রিদ ক্লাবের তরফেই কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। 


রদ্রি কিন্তু বর্ষসেরা হয়েই ইতিহাস গড়লেন। এর আগে কোনও ম্যান সিটি ফুটবলার ব্যালন ডি'অর পুরস্কার জেতেননি। এমনকী বিগত ছয় দশক কোনও স্প্যানিশ ফুটবলারের হাতেও এই পুরস্কার ওঠেনি। ইনিয়েস্তা, জাভিদের পোডিয়াম ফিনিশ করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু অবশেষে সাফল্য এল। রদ্রিই সেরা ফুটবলার হওয়ার পর এই বিষয়েই জোর দেন। তিনি জানান তাঁর এই জয়টা স্প্যানিশ ফুটবলের জয়।


রদ্রি বলেন, 'আজকের জয়টা আমার নয়, স্প্যানিশ ফুটবলের। ইনিয়েস্তা, জাভি, সার্জিও বুস্কেতস, ইকারের মতো একাধিক খেলোয়াড় যারা এই পুরস্কার জয়ের যোগ্য দাবিদার হলেও, জেতেননি। এটা স্প্যানিশ ফুটবল এবং মিডফিল্ডারদের জন্য। আজ আমায় বহু বন্ধু শুভেচ্ছাবার্তায় জানিয়েছে যে মিডফিল্ডাররা তো আড়ালে থেকেই নিজেদের কাজটা করে যান, আজ আমার এই পুরস্কার পাওয়ায় তাঁরা প্রচারের আলো পাচ্ছে।'


তিনি আরও যোগ করেন, 'আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ যে পড়াশুনা করে, গতে বাধা পথে না হেঁটে সঠিক জিনিসপত্র করার চেষ্টা করে। তা সত্ত্বেও আমি একেবারে শীর্ষে পৌঁছতে পেরেছি এবং এর সব কৃতিত্বটাই আপনাদের।' 


প্রসঙ্গত, এবারের ব্যালন ডি'অর যেমন নতুন বিজেতা দেখল, তেমনই ২১ বছর পর প্রথমবার মেসি বা রোনাল্ডো, কারুর নামই সেরা হওয়ার দৌড়ে ছিল না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন