লন্ডন: চাকরি হারালেন এরিক টেন হ্যাগ (Erik Ten Hag)। গত রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে রেড ডেভিলসদের হারের পরই বরখাস্ত হতে হল টেন হাগকে। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন রুড ভ্যান নিস্তেলরয়। আড়াই বছরের মধ্যেই টেন হ্যাগকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে নিস্তেলরয় টেন হ্যাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন।


২০২২ সালে ম্য়ান ইউয়ের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন টেন হ্যাগ। কিন্তু দায়িত্ব নেওয়ার পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর অম্ল মধূর সম্পর্ক খবরের শিরোনামে উঠে এসেছিল। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে তৃতীয় হয় ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। লিগ কাপ জিতেছিল তারা। কিন্তু চলতি মরশুমে একের পর এক ব্যর্থ এরিক টেন হ্যাগের জন্য চাপের পরিস্থিতি তৈরি করে। এরপর তাঁর ছাঁটাই হওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ''এরিক টেন হ্যাগ ক্লাবের জন্য যা করেছেন, তার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ থাকব।''


 






এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্য়াঞ্চেস্টারে থাকার সময় পর্তুগিজ সুপারস্টারের এক সাক্ষাৎকারের পরেই হইচই পড়ে যায়। তিনি বলেছিলেন, 'আমি ওঁকে (টেন হাগ) সম্মান করি না কারণ, ওঁ আমায় সম্মান করে না। কেউ যদি আমায় যথাযোগ্য সম্মান না দেয়, তাহলে আমি কোনওদিনই তাঁকে সম্মান করব না। আমার মনে হয় সমর্থকদের সত্যিটা জানা উচিত। আমি সবসময় এই ক্লাবের ভালটাই চাই। সেই কারণেই তো আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আসি। তবে ক্লাবের ভিতরে এমন কিছু জিনিসপত্র হচ্ছে যা দলকে (ম্যান) সিটি, লিভারপুল বা এখনকার আর্সেনালের মতো শীর্ষে পৌঁছতে একেবারেই সাহায্য করছে না। এমন বড় এক ক্লাবের সবসময় শীর্ষে থাকা উচিত এবং আমার মতে সেই স্তরে এখন ক্লাবটা নেই।' ম্যান ইউনাইটেড ইতিমধ্যেই রোনাল্ডোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। সাম্প্রতিক একাধিক রিপোর্ট অনুয়ায়ী টেন হাগও রোনাল্ডোকে রেড ডেভিলসদের হয়ে আর কোনও ম্যাচে খেলাতে চান না। বিশ্বকাপের বিরতির মাঝে টেন হাগও নিজের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে ছুটিতে রয়েছেন। তবে তিনি ম্যাঞ্চেস্টারে না থাকলেও, এই ঘটনার সমাধান খুঁজতে বদ্ধপরিকর এবং সেই কারণেই নিজের পারিবারিক ছুটিও কিছুটা পিছিয়ে দিয়েছেন বলেই খবর।