নয়াদিল্লি: শনিবার দুই ইউরোপিয়ান লিগে দুই হাড্ডাহাড্ডি ম্যাচের অপেশক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। বুন্দেশলিগা (Bundesliga) এবং লা লিগা (La Liga), উভয় লিগেই এক বনাম দুইয়ের লড়াই ছিল। উভয় ম্যাচে শীর্ষস্থানীয় দুই দল দুরন্ত জয়ে লিগে নিজেদের লিড বাড়িয়ে নিল। একদিকে যেখানে জার্মান রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩-০ হারাল বায়ার লেভারকুজ়েন, সেখানে রিয়াল মাদ্রিদ ৪-০ উড়িয়ে দিল লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা জিরোনাকে।


মরশুম শুরু থেকেই প্রাক্তন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জাভি আলন্সোর তত্ত্বাবধানে ফুল ফোটাচ্ছে বায়ার লেভারকুজ়েন। তবে খেতাব জয়ের সবথেকে প্রতিদ্বন্দ্বী তথা জার্মান রেকর্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধেই লেভারকুজ়েন এখনও পর্যন্ত নিজেদের সবথেকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। তবে বিগত ১১ মরশুমের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় লেভারকুজ়েন। বায়ার্ন মিউনিখের তারকা নয় নম্বর হ্যারি কেন ম্যাচে নিজের প্রভাবই বিস্তার করতে পারেননি।


জার্মান ফুটবল সংস্থার বিরুদ্ধে সমর্থকদের বিরোধের জন্য ম্যাচ নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে শুরু হয়। তবে এসবের জেরে কিন্তু লেভারকুজ়েনের মনসংযোগ ভঙ্গ হয়নি। মিউনিখজাত, বায়ার্ন থেকেই লোনে আসা জোসেপ স্ট্যানিসিচ লেভারকুজ়েনকে ১৮ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে কিন্তু রক্ষণ নয়, বরং আরও তেড়েফুঁড়ে আক্রমণ গড়ে তোলে জাভি আলন্সোর দল। ম্যাচের ৫০ মিনিটে অ্যালেক্স গ্রিমাল্ডো গোল করে লেভারকুজ়েনের লিড দ্বিগুণ করেন। ম্যাচ শেষ হওয়ার আগে আরেক ফুলব্যাক ফ্রিমপং ম্যাচের শেষ গোলটি করে লেভারকুজ়েনের দুরন্ত জয় নিশ্চিত করেন।   


অপরদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে জুড বেলিংহ্যাম ফের একবার অনবদ্য পারফর্ম করে দলকে জেতালেন। জোড়া গোল করলেন তিনি। গত সেপ্টেম্বরে শেষবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই লিগে হারের সম্মুখীন হতে হয়েছিল কাতালান ক্লাবটিকে। এরপর নাগাড়ে ১৫ ম্যাচ অপরাজিত ছিল জিরোনা। সেই দৌড় থামাল রিয়ালই।


ফেডে ভালভার্দের পাস থেকে অনবদ্য দূরপাল্লার শটে গোল করে ছয় মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়ার। ৩৬তম মিনিটে গোলের পাস বাড়ান ভিনিসিয়াস। রিয়ালের লিড দ্বিগুণ করেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে ফের একবার জিরোনার জালে বল জড়িয়ে দেন বেলিংহ্যাম। এটি লিগে তাঁর ১৬তম গোল ছিল। ঠিক তার পাঁচ মিনিট পরে ভিনিসিয়াসের পাস থেকে জোরাল শটে গোল করে ম্যাচের চতুর্থ ও নিজের প্রথম গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। এই জয়ের সুবাদে ২৪ ম্যাচ পরে জিরোনার থেকে পাঁচ বেশি, ৬১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে নিজেদের দখল মজবুত করল রিয়াল মাদ্রিদ।      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: নেমেই গোল ইস্টবেঙ্গলের নতুন বিদেশির, তবু হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে